গত কয়েক মাসে পশ্চিমা দেশগুলো নির্ধারিত সময়সীমা দিয়ে হুমকি দিলেও কোনো ফল হয়নি। ইউক্রেনের জনগণ মনে করছেন ভবিষ্যতেও চলবে এই হামলা। যে কারণে মনে করা হচ্ছে যে আলাস্কায় আসলে কোনো অর্জনই হয়নি।
পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। তবে এখনো কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে।
নানা প্রচেষ্টাতেও রাশিয়া-ইউক্রেনের যে যুদ্ধ থামেনি, সেই যুদ্ধের অবসান কীভাবে ঘটানো যায়, সেটিই দুই পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। সে কারণেই এ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। শেষ পর্যন্ত এ বৈঠক সফল হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সবাই।
বৈঠক শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুক্রবারের বৈঠকে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয়, তাহলে এর পরণতি হবে খুবই মারাত্মক।
হোয়াইট হাউজ বলেছে আলাস্কা বৈঠকে ট্রাম্প শুনবেন এবং একই রুমে বসে রাশিয়ার প্রেসিডেন্ট কিভাবে যুদ্ধ বন্ধ করা যায় তার সেরা ধারণাটা দিবেন।
এই নিয়ে যেমন ভারতীয় গণমাধ্যমে সমালোচনা হচ্ছে তেমনই রাশিয়ান গণমাধ্যমেও এই নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে। প্রশ্ন উঠেছে ডোনাল্ড ট্রাম্প কি এইভাবে চাপ তৈরি করে রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে পারবে?
ট্রাম্প দাবি করেন পুতিনের সঙ্গে বৈঠকের দুই মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন যে কোনো অগ্রগতি সম্ভব কি-না।
ডোনাল্ড ট্রাম্প পরে বলেছিলেন, আগামী শুক্রবার বা ৮ অগাস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি না হলে এই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কে থাকা যেকোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এসব হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সিদ্ধান্তকে অস্বাভাবিকও মনে করছেন না সংশ্লিষ্টরা। কেননা ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর সঙ্গে ভারতের যেসব বাণিজ্যচুক্তি রয়েছে তার অনেকগুলোই দীর্ঘমেয়া
রাশিয়ার কাছাকাছি দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক ‘অধিক মাত্রার উসকানিমূলক’ মন্তব্যের জবাবে এ পদক্ষেপ নেন তিনি।
নতুন করে রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৬ শিশুসহ ৩১ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৫০ জন।
জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি, যুদ্ধ থামাতে রাশিয়াকে ‘চাপ প্রয়োগ করা’ সম্ভব। যদি বিশ্ব রাশিয়ার শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে থাকবে।
বুধবার (৩০ জুলাই) ভোরে এ ভূমিকম্প আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত An-24 বিমানটির কোন আরোহী বেঁচে নেই। অবতরণের সময় আগুন ধরে ঘটনাস্থলে সবার মৃত্যু হয়েছে। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র বার্তাসংস্থা তাস কে এই তথ্য জানিয়েছে।