
সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
মধুমতীর পেটে যাচ্ছে বাড়ি-ঘর, দিশেহারা ৪ গ্রামের মানুষ
সরেজমিন দেখা যায়, মধুমতি নদী তীরবর্তী লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের শামসুন্নাহার বেগমের বাড়ির সামনেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করা হচ্ছে। সেই বালু স্তুপ করে রাখা হচ্ছে ওই পরিবারের বাড়ির পেছনের ফাঁকা স্থানে। যে কারণে বালুর চাপে বাঁধ প্রতিরক্ষা কাজে ব্যবহৃত বালুর বস্তাসহ শামসুন্নাহারের বাড়ির কিছু অ

ফরিদপুরে আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
তিনি বোয়ালমারী সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য ও সোতাশি গ্রামের দাউদ কাজীর ছেলে। তার বিরুদ্ধে গত ২৫ মার্চ আব্দুর রহিম নামে একজন বাদী হয়ে বোয়ালমারী থানায় বিএনপি-জামায়াত কর্মীদের বাড়িরঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করেন।

আইনজীবীকে মারধর করে পুলিশে দিল বিএনপি কর্মীরা
স্থানীয়রা জানান, উপজেলার বিষ্ণুপুর বাঘমারা গ্রামের ও কেন্দুয়া শহরের আরামবাগ এলাকার বাসিন্দা আইনজীবী সঞ্জিত কুমার পন্ডিতকে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যান বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এ ফলাফল প্রকাশ হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন বলে জানা গেছে।
