রেন চেম্বার্স নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রক্তাক্ত হাতে এক ব্যক্তি কামরার ভেতর দৌড়ে এসে চিৎকার করে বলেন, তাদের কাছে ছুরি আছে, দৌড়াও। এ সময় রেন ও তার বন্ধু ট্রেনের সামনের দিকে দৌড়ে যান এবং এক ব্যক্তিকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখেন।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধের ঘোষণা জানায়। এতে বলা হয়, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে প্রায় সাড়ে ছয় হাজার যাত্রী প্রভাবিত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ইহুদিদের পবিত্রতম দিন ইয়ম কিপুরে ইহুদি উপসনালয় সিনাগগে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজনকেও গুলি করা হয়েছে।
আদালতের বাইরে সাংবাদিকদের সারকোজি বলেন, ‘আজ যা ঘটল তা আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুতর। যদি আমাকে জেলেই পাঠাতে চায়, আমি মাথা উঁচু করেই সেখানে ঘুমাব।’
এ তালিকায় আরও দেশ যুক্ত হওয়ার পথে রয়েছে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। বলেন, এ দেশগুলো জুলাইয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়ে শান্তিকে বেছে নেওয়ার দায়িত্বশীল ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও একই পথে এগোচ্ছে।
রোববার (২১ সেপ্টেম্বর) ‘জি সেভেন’ভুক্ত প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় কানাডা। পরে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের কাছ থেকেও এসেছে একই ঘোষণা।
এ নিয়ে দুই বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে চতুর্থবার সরকারের পতন ঘটতে যাচ্ছে। এবার এই সময়ের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর কাঁধে চলে এসেছে।
কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার পদত্যাগ করেছেন। দেশটির একটি স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, রেইনার একজন মন্ত্রীর নৈতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছেন। এরপরই পদত্যাগ করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের সায়েন্স হাব জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্য বলছে, সব মিলিয়ে এ বছর দাবানলে ইউরোজোনের প্রায় এক হাজার ৭০০ বর্গমাইল বা চার লাখ ৪০ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৬ সালের গ্রীষ্ম মৌসুমের তুলনায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় দ্বিগুণ।
জার্মানির বায়ার্ন অঞ্চলের পুলিশ জানিয়েছে, যাত্রীবেশে ওই হামলাকারী চলন্ত ট্রেনের ভেতরে কয়েকজনকে আঘাত করেন। এতে পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন।
মঙ্গলবার প্যারিসসহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ ‘'রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এ ছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’। এর আগে সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি ছিল। দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে আখ্যা দি
জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সকে জার্মানির একটি কূটনৈতিক সূত্র এমন তথ্য জানিয়েছে।
কূটনীতিকদের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই। খবরে বলা হয়েছে, এ মাসে নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফ্রান্স জানিয়েছিল, ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশটি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যোগা
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সংসদকে বলেন, আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।
প্রথম দফায় মার্ৎস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় গড়া ভোট। এবারে অবশ্য আর নিরাশ হতে হয়নি। ৩২৫ ভোট পেয়ে নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন সিডিইউ নেতা মার্ৎস।
গত ২৯ এপ্রিল ইউরোপীয় বিচার আদালত (ইসিজে) রায় দেন, কেবল অর্থের বিনিময়ে কাউকে ইইউভুক্ত কোনো দেশের নাগরিকত্ব দেওয়া যাবে না। সংশ্লিষ্টরা অবশ্য জানিয়েছেন, এভাবে অর্থ উপার্জনের বিকল্প কিছু সুযোগ এখনো দেশগুলোর সামনে রয়ে গেছে।