ইউরোপীয় ইউনিয়ন ‘বিলুপ্ত’ হওয়া উচিত: ইলন মাস্ক

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের ওর ১৪ কোটি জরিমানা আরোপ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইউরোপের ২৭ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিলুপ্ত করা উচিত।

সম্প্রতি অনলাইন কনটেন্টের নিয়ম-কানুন লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এক্সের ওপর এই জরিমানা আরোপ করা হয়।

মূলত নীতিমালা ভঙ্গের অভিযোগে এই প্রথমবার ডিএসএ আইনে কোনও বড় প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল ইউরোপীয় কমিশন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বড় অঙ্কের এই জরিমানার পর করা পাল্টা মন্তব্যে টেসলা ও এক্স–এর মালিক ইলন মাস্ক শনিবার তার ২৩ কোটি অনুসারীকে উদ্দেশ্য করে বলেছেন- ইইউ ‘বিলুপ্ত’ হওয়া উচিত।

এর আগে গত বৃহস্পতিবার ঘোষিত এক হাইপ্রোফাইল তদন্তের পর শুক্রবার এক্স প্ল্যাটফর্মকে ১২ কোটি ইউরো (১৪ কোটি ডলার) জরিমানা করে ইউরোপীয় ব্লকটি। মূলত এই তদন্তকে বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ইইউর সক্ষমতা প্রমাণের পরীক্ষাস্বরূপ দেখা হচ্ছিল।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্রুতই এই জরিমানার সমালোচনা করে। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প ও মাস্ক দু’জনই সরকারি খরচ কমানো এবং ফেডারেল কর্মীবাহিনী ছাঁটাইয়ের মতো ইস্যুতে অভিন্ন অবস্থানে ছিলেন, যদিও পরে তাদের সম্পর্ক খারাপ হয়।

জরিমানার খবর প্রকাশের পর মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লেখেন, “ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিলুপ্ত করা উচিত এবং সার্বভৌম ক্ষমতা দেশগুলোর হাতেই ফিরে যাওয়া উচিত, যাতে প্রতিটি সরকার তাদের দেশের জনগণকে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে।”

পরে এক ব্যবহারকারী তার মন্তব্যটি পুনরায় পোস্ট করলে মাস্ক জবাব দেন, “আমি সত্যিই বলেছি। এটা কোনও মজা নয়।”

আরেক পোস্টে বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবের লেখেন, “আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইইউ নামের এই আমলাতান্ত্রিক দানবকে ভালোবাসি না।”

সংবাদমাধ্যম বলছে, কিছুদিন আগেই ইউরোপে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) নামে যুগান্তকারী আইন করা হয়েছে। আর সেই আইনের প্রথম শিকার হলো মাস্কের এক্স। কমিশন বলছে, ডিএসএ-এর স্বচ্ছতার নিয়ম ভেঙেছে এক্স প্ল্যাটফর্ম।

ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দাবি, এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা চাইলে অর্থের বিনিময়ে তাদের প্রোফাইলে ব্লু বা নীল টিক চিহ্ন বা ব্যাজ যুক্ত করতে পারেন। এই নীল চিহ্নের ডিজাইন নিয়ে আপত্তি তুলেছে তারা। ফলে ওই ব্লু টিকধারী অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ‘ভ্রান্ত ধারণা’ তৈরি হতে পারে। এতে অনেকেই প্রতারণার শিকার হতে পারেন।

ইউরোপ মূলত বড় বড় প্রযুক্তি কোম্পানির লাগাম টেনে ধরার চেষ্টা করছে। এর মাধ্যমে ছোট প্রযুক্তি কোম্পানিগুলোর জন্যও জায়গা তৈরি করাই তাদের লক্ষ্য। সেই সঙ্গে গ্রাহকরা যেন আরও স্বাধীনতা পান, তা নিশ্চিত করাও এই প্রচেষ্টার লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে।

সূত্র: ডেইলি মেইল, জিবি নিউজ, নিউজ অস্ট্রেলিয়া, জিও নিউজ

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৩

বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।

১১ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলের একটি হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে শিশু-কিশোরসহ ২৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১ দিন আগে

শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা চাইলে ‘যতদিন খুশি’ ভারতে থাকতে পারবেন কি না এ সিদ্ধান্তও শেষ পর্যন্ত তাকেই নিতে হবে। তিনি বলেন, তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন। সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

১ দিন আগে

আফগান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৪

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রাত প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে গোলাগুলি শুরু হয় এবং দুই ঘণ্টা ধরে চলে।

১ দিন আগে