আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে খেলতে নেমে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে ১০৪ রানে অলআউট বাংলাদেশ। ম্যাচ হারলেও ম্যাচ শেষের তুমুল বৃষ্টিতে সিরিজ জয়ের আনন্দ উদ্যাপন থেমে থাকেনি লিটনদের।
শোকের এই দিনেই দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিলেন টাইগাররা। আগের ম্যাচের মতো এ ম্যাচেও জয় তুলে নিলেন পাকিস্তানের বিপক্ষে। তাতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হলো সিরিজ জয়। পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম কোনো টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
প্রতিবেদনে আরসিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলিও দায়ী বলে উল্লেখ করা হয়। শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট একটি ভিডিওতে সমর্থকদের এই ট্রফি প্যারেডে অংশ নিতে আহ্বান জানান। তার ওই ভিডিও ভক্তদের ট্রফি প্যারেডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়েছে।
স্পিনার শেখ মেহেদি হাসান আর ওপেনার তানজিদ হাসানের নজরকাড়া পারফরম্যান্সে সিরিজ নির্ধারণী ম্যাচে লংকানদের বড় ব্যবধানে হারাল টাইগাররা। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। শ্রীলংকার মাটিতে এই প্রথম কোনো টি-টুয়েন্টি সিরিজ জয়ের ইতিহাসও তৈরি হলো।
বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান। জাতীয় দলের সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৪ সালের আগস্টে ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর সম্ভব হয়নি। সেই থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার।