টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা

ডেস্ক, রাজনীতি ডটকম

সমীকরণ মেলানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ফলে টস হেরে ফিল্ডিং করেবে বাংলাদেশ নারী দল।

সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডাক্তার পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। দুই দলই দুটি করে পরিবর্তন এনেছে স্কোয়াডে।

টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, ‘আমরা আগে ব্যাট করব, পিচটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। ৩-৪ ম্যাচ পর অবশেষে রোদ দেখা যাচ্ছে, ভালো লাগছে। আশা করি আজ ভালো ক্রিকেট খেলতে পারব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। দলে একটি পরিবর্তন আনা হয়েছে — উদেশিকা প্রাবোধানি দলে এসেছেন পিউমি ওয়াতসালার জায়গায়।’

টস হেরে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, আশা করছি আমরা তাদের এমন একটা স্কোরে আটকে রাখতে পারব যেটা আমরা তাড়া করতে পারি। আমাদের দলে ভালো স্পিনার আছে এবং আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব। দলে দুটি পরিবর্তন হয়েছে — মারুফা আক্তার এবং নাহিদা আক্তার আবার দলে ফিরেছেন।’

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার।

শ্রীলঙ্কা একাদশ

বিশ্মি গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সমারাবিক্রমা, কবিশা দিলহারি, নিলাক্ষী ডি সিলভা, আনুষ্কা সঞ্জীবনী (উইকেটরক্ষক), উদেশিকা প্রাবোধানি, সুগন্ধিকা কুমারী, মালকি মাদারা, ইনোকা রানাওয়ীরা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

৫ দিন আগে

বোলারদের নৈপুণ্যে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ফলে সিরিজ জিততে টাইগারদের করতে হবে ১১৮ রান। রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান দু’জনেই তিনটি করে উইকেট নেন এদিন।

৫ দিন আগে

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৪ উইকেটে জয়

০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থেমেছে ১৭০ রানে। বাংলাদেশের পক্ষে শেখ মাহেদি ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন।

৮ দিন আগে

আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ

ফলাফল যা হওয়ার তাই। প্রথম ওভারে তানজিদকে দিয়ে শুরু। এরপর পাওয়ার প্লে যখন শেষ হলো, দলের স্কোর ৪ উইকেটে ২০। তানজিদের পর একে একে সাজঘরে ফিরেছেন লিটন দাস, পারভেজ ইমন, সাইফ হাসান।

৮ দিন আগে