ট্রফি ছাড়াই উদ্‌যাপন ভারতের, এশিয়া কাপ দেখাল ‘প্রথম’ অনেক কিছু

ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপ জয়ের উদ্‌যাপন ভারতের ফাইনাল ম্যাচ শেষে, ট্রফি ছাড়াই। ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আগেও উত্তাপ ছড়িয়েছে। তবে ওয়াসিম আকরাম-শচিন টেন্ডুলকাররা দুই দেশের রাজনীতি বা যুদ্ধ পরিস্থিতিকে সচরাচর মাঠে টেনে নেননি। ব্যতিক্রম দেখা গেল এবারের এশিয়া কাপে। গ্রুপ পর্বেই প্রতিদ্বন্দ্বী ছিল দুই দল। সত্যি সত্যিই যুদ্ধে জড়িয়ে থাকা দুই দেশের ক্রিকেটাররা যে যুদ্ধকে টেনে নিয়ে গেলেন মাঠেও।

এশিয়া কাপের গ্রুপ পর্বে টসে দুই অধিনায়কের হাত না মেলানো দিয়ে শুরু হয়েছিল ভারত-পাকিস্তানের লড়াই। সে ধারাবাহিকতা বজায় থাকল ফাইনালে দুই দলের তৃতীয় দেখাতেও। তাতে দেখা মিলল অনেক কিছুর, যা ক্রিকেট মাঠে আগে কখনো দেখা যায়নি। শেষটা হলো ফাইনালে চ্যাম্পিয়ন হয়েও ভারতের ট্রফি আর মেডেল না নিয়ে কল্পিত ট্রফি দিয়ে উদ্‌যাপনের মধ্য দিয়ে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তাতে মাঠের খেলায় টুর্নামেন্টে পাকিস্তানকে তিন দেখায় তৃতীয়বারের মতো হারিয়ে এশিয়ার সেরা হয়েছে ভারত। মাঠের খেলার বাইরেও দেখা মিলেছে আরও অনেক কিছুরই।

ফাইনালের টসের মুহূর্ত থেকেই ‘চমক’। গ্রুপ পর্বের দুই ম্যাচেই হাত মেলাননি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা। তবে একজন কমেন্ট্রেটরই দুই ক্যাপ্টেনের সাক্ষাৎকার নিয়েছিলেন। ফাইনালে মঞ্চে টসেই মাঠে দেখা গেল দুই কমেন্ট্রেটরকে। রবী শাস্ত্রী কথা বললেন সূর্যের সঙ্গে, সালমানের সঙ্গে কথা বললেন ওয়াকার ইউনূস। দুই ক্যাপ্টেনের হাত না মেলানো অব্যাহত থাকল আগের মতোই।

গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচেও ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাননি। ম্যাচ শেষে যে যার মতো চলে গেছেন ড্রেসিং রুমে। সে ধারাবাহিকতা অব্যাহত থাকল ফাইনাল ম্যাচেও। তবে এর পরের অংশে দেখা গেল আরও নতুন কিছু।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইমজানির চেক বিজয়ী দলের অধিনায়কের হাতে তুলে দেওয়ার কথা ছিল মহসিন রাজা নাকভির, যিনি বর্তমান এসিসি তথা এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি। তবে এর বাইরে তার পরিচয়— তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান। শুধু তাই নয়, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

ফাইনাল শেষে মাঠে ট্রফি ছাড়াই উল্লাস করল ভারতীয় দল। ছবি: সংগৃহীত
ফাইনাল শেষে মাঠে ট্রফি ছাড়াই উল্লাস করল ভারতীয় দল। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্যাপ্টেন আগেই জানিয়েছিলেন, নাকভির কাছ থেকে তারা ট্রফি গ্রহণ করতে রাজি নন। পুরস্কারের মঞ্চে তাই যখন নাকভির কাছ থেকেই তাদের ট্রফি-চেক নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন ভারতীয় দল সে ট্রফি-চেক প্রত্যাখ্যান করেছে।

পুরস্কার বিতরণীর আয়োজন সঞ্চালনা করছিলেন ধারাভাষ্যকার সাইমন ডুল। পাকিস্তানের খেলোয়াড়দের মেডেল ও প্রাইজমানির চেক সংগ্রহের পর তিনি বললেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। কাজেই ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি।’

ট্রফি না নিলেও অবশ্য ভারতীয় ক্রিকেট দলের উদ্‌যাপন থেমে ছিল না! মাঠে দেখা গেল, ভারতীয় ক্রিকেটাররা উল্লাস-উদ্‌যাপন সবই করছেন। তাদের হাতেও রয়েছে ট্রফি, তবে সেটা কাল্পনিক!

ফাইনাল শেষে মাঠে এসিসি চেয়ারম্যান মহসীন নাকভি, যিনি পিসিবির চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। ছবি: সংগৃহীত
ফাইনাল শেষে মাঠে এসিসি চেয়ারম্যান মহসীন নাকভি, যিনি পিসিবির চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। ছবি: সংগৃহীত

তিন বছর আগে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা শিরোপা জেতার পর পোডিয়ামে ট্রফি জয়ের আগে কিংবদন্তি লিওনেল মেসি কল্পিত ট্রফি হাতে উদ্‌যাপন করে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়েছিলেন। ভারতীয় দলও প্রকৃত ট্রফি না নিয়ে তেমন কল্পিত ট্রফি নিয়েই করল উল্লাস, ফটোসেশন।

রোববার রাতে ট্রফি-চেক গ্রহণ না করার মধ্য দিয়েই অবশ্য শেষ হচ্ছে না দুই দলের মধ্যেকার ‘অক্রিকেটীয়’ লড়াই। তিন ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা, ম্যাচ রেফারির বিরুদ্ধে পিসিবির অভিযোগ, রাজনৈতিক মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসির কাছে পিসিবির অভিযোগ, বিতর্কিত উদযাপনের জন্য পাকিস্তানের পেসার হারিস রউফ ও ব্যাটসম্যান সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে ভারতীয় বোর্ডের অভিযোগ— ধারণা করা হচ্ছে এসব ঘটনার রেশ এসিসির পরবর্তী বোর্ড সভাগুলোকেও উত্তপ্ত করে রাখবে।

ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা আগেই নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কথা বলেছিল। সেক্ষেত্রে এসিসি অন্য কারও হাত দিয়ে ট্রফি দিতে পারত। তা না করে নাকভি ট্রফি নিয়ে রুমে চলে গেছেন বলে অভিযোগ তাদের!

ভারতীয় দল না নিলেও পাকিস্তানের ক্রিকেটাররা নিয়েছেন রানার-আপ মেডেলে, সঙ্গে প্রাইজমানির চেক। ছবি: সংগৃহীত
ভারতীয় দল না নিলেও পাকিস্তানের ক্রিকেটাররা নিয়েছেন রানার-আপ মেডেলে, সঙ্গে প্রাইজমানির চেক। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেভাজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে বলেন, ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছে। আজ ট্রফি দেওয়ার কথা ছিল সেই দেশের একজন নেতার। আমাদের সিদ্ধান্ত ছিল, এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেব না, যিনি পাকিস্তানের মূল নেতাদের একজন। এ জন্যই তার কাছ থেকে ট্রফি নিতে চাইনি আমরা।

সাইকিয়া আরও বলের, তার মানে এই নয় যে ওই ভদ্রলোক ট্রফি আর মেডেল নিজের সঙ্গে নিয়ে হোটেল রুমে চলে যাবেন! এটা খুবই দুর্ভাগ্যজনক ও অপ্রত্যশিত। আমরা আশা করব, শুভ বোধের উদয় হবে। ট্রফি ও মেডেলগুলো যত দ্রুত সম্ভব ভারতে ফেরত পাঠানো হবে। আগামী নভেম্বরে দুবাইয়ে আইসিসির কনফারেন্স আছে। পরের কনফারেন্সেই এসিসিপ্রধানের এই কাণ্ডের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাব আমরা।

পুরস্কার বিতরণীর পর ভারতীয় দলের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে মেইল করে এরকম কিছু জানানো হয়েছে কি না যে নাকভির কাছ থেকে ট্রফি নেওয়া যাবে না। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, ইমেইল নিয়ে কিছু জানা নেই আমার। কেউ আমাদের কিছু করতে বলেনি। এটা মাঠেই আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নেপালের ঐতিহাসিক জয় ‘জেন-জি’ আন্দোলনে শহীদদের উৎসর্গ

ক্রিকেট ইতিহাসে বড় মাইলফলক স্পর্শ করেছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা।

৩ দিন আগে

বসুন্ধরা স্পোর্টস সিটিতে কিংবদন্তি বক্সার আরবিন্দ লালওয়ানি

প্রশিক্ষণ ক্যাম্পে আরবিন্দ লালওয়ানি বলেন, জুলকান এরিনার সুযোগ সুবিধাগুলো বিশ্বমানের। এসব সুযোগ-সুবিধা দেখে আমি মুগ্ধ। সিঙ্গাপুরের ক্লাবগুলোতেও এ রকম আধুনিক সুযোগ-সুবিধা নেই। বিশ্বে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করলেও এই ক্লাব ওপরের দিকেই থাকবে।

৪ দিন আগে

সুপার ওভারে জয় ভারতের, ফাইনাল পাকিস্তানের সঙ্গে

৫ দিন আগে

এশিয়া কাপের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান

এর মধ্য দিয়ে হতে যাচ্ছে একটি নতুন ইতিহাসও। ভারত আগেই ফাইনালে পৌঁছে যাওয়ায় এখন ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে দুই দল। তবে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে এই দুই দলের লড়াই এই প্রথম!

৬ দিন আগে