ক্রীড়া ডেস্ক
টুর্নামেন্টের আগের দুই ম্যাচে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি পাকিস্তান। ভারতের সঙ্গে ফাইনালে টুর্নামেন্টের তৃতীয় দফা সাক্ষাতে ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের বোলাররা। কিন্তু দিন শেষে ব্যাটারদের ব্যর্থতাই বড় হয়ে দেখা দিলো। শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচে স্নায়ুচাপ জিতে ভারতকে জয় এনে দিলেন ভারতের ব্যাটাররা। এশিয়ার সেরা দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখল ভারত।
রোববার (২৮ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ভালো শুরুর পরেও মাত্র ৩৩ রানে শেষ ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ১৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে উদ্ধার করেছেন তিলক ভার্মা আর শিভাম দুবে। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত।
প্রথমে ব্যাট করে স্বল্প সংগ্রহেই গুটিয়ে যাওয়া, এরপর বোলারদের কল্যাণে প্রতিপক্ষের ব্যাটারদের চেপে ধরা— পাকিস্তানের এ ম্যাচটা যেন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের কার্বন কপি। তবে ভারতের ব্যাটাররা আর বাংলাদেশের ব্যাটারদের মতো নির্বিচারে উইকেট বিলিয়ে দেননি। সেখানেই আর পাকিস্তানের বোলাররা পেরে ওঠেননি।
এ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া পাকিস্তানের ব্যাটিং ইনিংসের হাইলাইট বলতে প্রথম ১৩ ওভার। ৯ ওভার ৪ বলেই সাহেবজাদা ফারহান আর ফখর জামানের জুটি তুলে নেয় ৮৪ রান। ৩৮ বলে ৫৭ রান করে আউট হয়ে যান ফারহান। এরপর ফখর জামান আর সাইম আইয়ুব তুলে নেন ১৯ বলে ২৯ রান।
১৩তম ওভারের পঞ্চম বলে সাইম আউট হয়ে যাওয়ার পরই যেন মড়ক লাগে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। ৩৩ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফখর জামান করেছিলেন ৩৫ বলে ৪৬ রান। এরপর পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বরং ৩ জন ব্যাটার আউট হয়ে যান কোনো রান না করেই।
ভারতের পক্ষে ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ভারতের হয়ে এ ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। কেবল এ ম্যাচে নয়, ১৭ উইকেট নিয়ে কুলদীপই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির, তার সংগ্রহ ১০ উইকেট!
১৪৬ রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তানের বোলাররা স্বপ্নের মতো সূচনাই এনে দেন। পুরো টুর্নামেন্টে বিস্ফোরক ব্যাটিং করা অভিষেক শর্মাকে দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরান ফাহিম আশরাফ। পরের ওভারেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি আরেক ওপেনার শুভমান গিলও। চতুর্থ ওভারের শেষ বলে তাকেও ফেরান ফাহিম। দলের রান তখন মাত্র ২০।
এরপর ভারতের ঘুরে দাঁড়ানোর পালা। চতুর্থ উইকেটে ৫০ বলে ৫৭ রান করে শুরুর বিপর্যয় সামাল দেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসান। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ২১ বলে ২৪ রান করা সঞ্জুকে ফেরান আবরার। এরপর শিভাম দুবেকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিলক। তাদের ৪০ বলে ৬০ রানের জুটি বলা যায় পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
শিভাম দুবে অবশ্য ১৯তম ওভারের শেষ বলে আউট হয়ে যান। তিনি করেন ২২ বলে ৩৩ রান। শেষ ওভারে তখন ভারতের প্রয়োজন ১০ রান। হারিস রউফের করা শেষ ওভারের প্রথম বলে ডাবল আর দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে তিলক ভার্মা ম্যাচ পাকিস্তানের হাত থেকে বের করে নেন চূড়ান্তভাবে। ভারতের জয়সূচক রান অবশ্য রানে টুর্নামেন্টে প্রথমবারের মতো ম্যাচ পাওয়া রিংকুর হাতে। অন্য পাশে তিলক অপরাজিত ছিলেন ৫৩ বলে ৬৯ রানে।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। বাকি উইকেটটি নিয়েছেন শাহিন।
৫৩ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিলক ভার্মা। টুর্নামেন্ট জুড়ে ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করে অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
টুর্নামেন্টের আগের দুই ম্যাচে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি পাকিস্তান। ভারতের সঙ্গে ফাইনালে টুর্নামেন্টের তৃতীয় দফা সাক্ষাতে ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের বোলাররা। কিন্তু দিন শেষে ব্যাটারদের ব্যর্থতাই বড় হয়ে দেখা দিলো। শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচে স্নায়ুচাপ জিতে ভারতকে জয় এনে দিলেন ভারতের ব্যাটাররা। এশিয়ার সেরা দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখল ভারত।
রোববার (২৮ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ভালো শুরুর পরেও মাত্র ৩৩ রানে শেষ ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ১৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে উদ্ধার করেছেন তিলক ভার্মা আর শিভাম দুবে। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত।
প্রথমে ব্যাট করে স্বল্প সংগ্রহেই গুটিয়ে যাওয়া, এরপর বোলারদের কল্যাণে প্রতিপক্ষের ব্যাটারদের চেপে ধরা— পাকিস্তানের এ ম্যাচটা যেন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের কার্বন কপি। তবে ভারতের ব্যাটাররা আর বাংলাদেশের ব্যাটারদের মতো নির্বিচারে উইকেট বিলিয়ে দেননি। সেখানেই আর পাকিস্তানের বোলাররা পেরে ওঠেননি।
এ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া পাকিস্তানের ব্যাটিং ইনিংসের হাইলাইট বলতে প্রথম ১৩ ওভার। ৯ ওভার ৪ বলেই সাহেবজাদা ফারহান আর ফখর জামানের জুটি তুলে নেয় ৮৪ রান। ৩৮ বলে ৫৭ রান করে আউট হয়ে যান ফারহান। এরপর ফখর জামান আর সাইম আইয়ুব তুলে নেন ১৯ বলে ২৯ রান।
১৩তম ওভারের পঞ্চম বলে সাইম আউট হয়ে যাওয়ার পরই যেন মড়ক লাগে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। ৩৩ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফখর জামান করেছিলেন ৩৫ বলে ৪৬ রান। এরপর পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বরং ৩ জন ব্যাটার আউট হয়ে যান কোনো রান না করেই।
ভারতের পক্ষে ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ভারতের হয়ে এ ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। কেবল এ ম্যাচে নয়, ১৭ উইকেট নিয়ে কুলদীপই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির, তার সংগ্রহ ১০ উইকেট!
১৪৬ রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তানের বোলাররা স্বপ্নের মতো সূচনাই এনে দেন। পুরো টুর্নামেন্টে বিস্ফোরক ব্যাটিং করা অভিষেক শর্মাকে দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরান ফাহিম আশরাফ। পরের ওভারেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি আরেক ওপেনার শুভমান গিলও। চতুর্থ ওভারের শেষ বলে তাকেও ফেরান ফাহিম। দলের রান তখন মাত্র ২০।
এরপর ভারতের ঘুরে দাঁড়ানোর পালা। চতুর্থ উইকেটে ৫০ বলে ৫৭ রান করে শুরুর বিপর্যয় সামাল দেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসান। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ২১ বলে ২৪ রান করা সঞ্জুকে ফেরান আবরার। এরপর শিভাম দুবেকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিলক। তাদের ৪০ বলে ৬০ রানের জুটি বলা যায় পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
শিভাম দুবে অবশ্য ১৯তম ওভারের শেষ বলে আউট হয়ে যান। তিনি করেন ২২ বলে ৩৩ রান। শেষ ওভারে তখন ভারতের প্রয়োজন ১০ রান। হারিস রউফের করা শেষ ওভারের প্রথম বলে ডাবল আর দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে তিলক ভার্মা ম্যাচ পাকিস্তানের হাত থেকে বের করে নেন চূড়ান্তভাবে। ভারতের জয়সূচক রান অবশ্য রানে টুর্নামেন্টে প্রথমবারের মতো ম্যাচ পাওয়া রিংকুর হাতে। অন্য পাশে তিলক অপরাজিত ছিলেন ৫৩ বলে ৬৯ রানে।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। বাকি উইকেটটি নিয়েছেন শাহিন।
৫৩ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিলক ভার্মা। টুর্নামেন্ট জুড়ে ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করে অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
এর মধ্য দিয়ে হতে যাচ্ছে একটি নতুন ইতিহাসও। ভারত আগেই ফাইনালে পৌঁছে যাওয়ায় এখন ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে দুই দল। তবে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে এই দুই দলের লড়াই এই প্রথম!
৩ দিন আগেব্যাটিংয়ের পুরনো 'রোগ' অবিবেক ক্রিকেটীয় শটে উইকেট বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত ১২৪ রানের বেশি তুলতে পারলেন না। তাতেই ১১ রানে হেরে ফাইনলের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে বাংলাদেশের। ফাইনালে টুর্নামেন্টে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
৩ দিন আগেটি-টুয়েন্টি বিবেচনায় লক্ষ্যটা বড় নয় খুব একটা। তবে হতে পারত আরও ছোট। ফিল্ডারদের হাত গলে একের পর এক ছুটে যাওয়ায় শেষ পর্যন্ত তা আর হয়নি। পাকিস্তানের ব্যাটারদের বাংলাদেশি বোলাররা বেঁধে রেখেছেন ১৩৫ রানে। এশিয়া কাপের ফাইনালে উঠতে এখন বাংলাদেশি ব্যাটারদের সংগ্রহ করতে হবে ১৩৬ রান।
৩ দিন আগেচাপের মুখে পাওয়ারপ্লের ৬ ওভারে পাকিস্তান সংগ্রহ করতে পারে মাত্র ২৭ রান। ইনিংসের ঠিক অর্ধেক, অর্থাৎ ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ৪৬ রান। পাওয়ারপ্লেতে আর এর পরে দুটি করে উইকেট হারিয়েছে পাকিস্তান।
৩ দিন আগে