
ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে : মির্জা আব্বাস
ভারত ও পাকিস্তানের সংকটের বলী বাংলাদেশকে হতে হবে কেন: রিজভী
রহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আজকে মানুষ নানা কথা ভাবছে। তারা মনে করছে, স্বৈরাচারের দোসরদের দুধ-কলা দিয়ে পোষা হচ্ছে। আর এসব দোসররাই এই সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বোঝাচ্ছে। বিএনপিকে দমিয়ে রাখার কথা বলছে।’

যেভাবে অভ্যর্থনা জানানো হবে খালেদা জিয়াকে
দলের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত শৃঙ্খলভাবে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন খালেদা জিয়াকে।

মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: ফারুক
জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন। যখনই বিএনপি দেশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলে তখনই একদল আছে তারা বলে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি তো নির্বাচনমুখী দল।
