বিশ্বকাপের ড্র— সারা বিশ্ব তাকিয়ে কানাডার দিকে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১: ১৩
রাতে কানাডায় হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ নির্ধারণের ড্র। ছবি: সংগৃহীত

আর মাত্র ছয় মাস। তারপরই পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। তবে বিশ্বকাপ উত্তেজনার শুরুটা হচ্ছে আজই। কারণ আজ রাতেই ঠিক হয়ে যাবে কোন দল কোন পথে এগোবে, কে কার প্রতিপক্ষ, কে নকআউটে কঠিন পথ পাবে আর কার সামনে খুলে যাবে স্বপ্নের দরজা।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বসছে সেই বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। স্টেডিয়ামের আলো জ্বলার আগেই বিশ্ব জুড়ে ফুটবলের স্পন্দন যেন ছড়িয়ে গেছে।

ইতিহাসের নতুন অধ্যায়

২০২৬ বিশ্বকাপ নানা দিক থেকেই ভিন্ন। এ আয়োজনেই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে নামছে ফুটবল দুনিয়া। ছোট গ্রুপের সংকীর্ণ হিসাব পেছনে ফেলে এবার গ্রুপ হয়েছে ১২টি, প্রতিটিতে চারটি করে দল।

এবার প্রতিটি গ্রুপের প্রথম দুই দল সরাসরি যাবে শেষ ৩২-এ। ১২ গ্রুপের শীর্ষ দুটি করে দল মিলে সে সংখ্যা ২৪। বাকি আটটি দল আসবে কোথা থেকে? এ দলগুলো হবে মূলত গ্রুপ পর্বের সেরা তৃতীয় দলগুলো। হ্যাঁ, ১২ গ্রুপের তৃতীয় স্থানে থাকা ১২টি দলের মধ্যে সেরা আটটি দল সঙ্গী হবে দ্বিতীয় রাউন্ডে।

সেরা ৩২ দলের এই দ্বিতীয় রাউন্ড থেকেই শুরু নকআউট পর্ব। এরপর পর্যায়ক্রমে শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল পেরিয়ে কাঙ্ক্ষিত ফাইনাল।

গ্রুপ পর্বের ড্র

ফিফার ড্র মানেই শুধু ভাগ্যের খেলা নয়— এক ধরনের নীরব রাজনীতি, যেখানে শক্তির ওজন, ভৌগোলিক বৈচিত্র্য, প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ সব মিলিয়েই সাজানো হয় পূর্ণাঙ্গ এক নকশা।

এবারের বিশ্বকাপে ইউরোপ ছাড়া কোনো গ্রুপে একই কনফেডারেশনের দুই দল থাকতে পারবে না। ইউরোপের ১৬ দল যেহেতু থাকছে বিশ্বকাপে, তাই মাত্র চারটি গ্রুপেই থাকতে পারবে দুই ইউরোপীয় দল।

র‍্যাংকিংয়ের শীর্ষ দল— স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে যেন ফাইনালের আগে মুখোমুখি না পড়তে হয়, সে ব্যবস্থাও আগেই করে রেখেছে ফিফা। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার— ড্র কেবল কাগজের লটারি নয়, বরং এটি বিশ্বকাপের গল্পের প্রথম অধ্যায় লেখা।

স্বাগতিকদের গল্প আলাদা

২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ— মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। তাই তাদের গ্রুপ ঠিক রয়েছে আগেই। মেক্সিকো জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ গ্রুপে, আর যুক্তরাষ্ট্র থাকছে ‘ডি’ গ্রুপে।

স্বাগতিক তিন দলের ম্যাচ ভেন্যুও সাজানো হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য আর দর্শকের প্রত্যাশা মাথায় রেখে।

  • যুক্তরাষ্ট্র খেলবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে
  • মেক্সিকো মাঠে নামবে ঐতিহাসিক আসতেকা ও গুয়াদালাহারায়
  • কানাডা খেলবে টরন্টো ও ভ্যানকুভারে

তিন দেশের তিন শহরের আলো, দর্শক, আবেগ— সব মিলিয়ে এ বিশ্বকাপের মঞ্চ হবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিস্তৃত ও বৈচিত্র্যময়।

৪ পটে ৪৮ দলের স্বপ্ন

গ্রুপ পর্বে বিভক্ত করার জন্য ৪৮ দলকে ভাগ করা হয়েছে চারটি পটে। ১২টি করে দল থাকবে প্রতিটি পটে। র‍্যাংকিংয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এসব পট। স্বাগতিক দিন দেশসহ র‍্যাংকিংয়ের শীর্ষ দেশগুলো রয়েছে প্রথম পটে। এরপর বাকি পটগুলোও সাজানো হয়েছে একইভাবে।

বিশ্বকাপ ড্রয়ের ৪ পট
পটদেশের নাম
পট-১কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, ব্রাজিল, বেলজিয়াম, জার্মানি
পট-২ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া
পট-৩নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা
পট-৪জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফের ৪ দল, আন্তর্মহাদেশীয় প্লে-অফের ২ দল

প্লে-অফ— শেষ মুহূর্তের রোমাঞ্চ

এদিকে যখন বিশ্বকাপের গ্রুপ বিভাজনের ড্র চলে এসেছে, তখনো যুদ্ধ চলছে বিশ্বকাপে স্থান করে নেওয়ার। ৪২টি দেশ টিকিট নিশ্চিত করলেও বাকি ছয় জায়গার লড়াই হবে আগামী মার্চে।

আন্তর্মহাদেশীয় লড়াইয়ে নামছে নিউ ক্যালিদোনিয়া, জ্যামাইকা, বলিভিয়া, সুরিনাম, কঙ্গো ডি আর ও ইরাক। অন্যদিকে ইউরোপে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে ইতালি, ইউক্রেন, ওয়েলস, তুরস্ক, ডেনমার্ক, রোমানিয়া, আয়ারল্যান্ডের মতো দল। প্রথম অংশ থেকে বিশ্বকাপে স্থান পাবে দুটি দেশ, ইউরোপ থেকে আরও চারটি।

তারকাদের মঞ্চে ড্র অনুষ্ঠান

বরাবরের মতোই এবারও বিশ্বকাপের ড্র অনুষ্ঠান যেন তারকার মেলা। মঞ্চে ড্র পরিচালনায় থাকছেন ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। তার সঙ্গে থাকবেন সামান্থা জনসন। রেড কার্পেট সঞ্চালনায় থাকছেন এলি ম্যানিং।

ড্রয়ের মঞ্চ রাঙাতে ক্রীড়াজগতের আরও মহাতারকারাও থাকবেন। তাদের মধ্যে রয়েছেন— এনএফএল কিংবদন্তি টম ব্রেডি, এনএইচএল আইকন ওয়েইন গ্রেটস্কি, বেসবলের সুপারস্টার অ্যারন জাজ, এনবিএর চারবারের চ্যাম্পিয়ন শাকিল ও’নিল।

সব মিলিয়ে ড্র অনুষ্ঠানই হবে বিশ্বকাপের প্রথম শো।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ

ফলাফল যা হওয়ার তাই। প্রথম ওভারে তানজিদকে দিয়ে শুরু। এরপর পাওয়ার প্লে যখন শেষ হলো, দলের স্কোর ৪ উইকেটে ২০। তানজিদের পর একে একে সাজঘরে ফিরেছেন লিটন দাস, পারভেজ ইমন, সাইফ হাসান।

৬ দিন আগে

হার এড়াতে পারল না বাংলাদেশ, অসহায় আত্মসমর্পণ

তাঁর ফিফটিতে ভর করে ১০০ রানের কোটা পার করেছে বাংলাদেশ। তবে হার এড়ানো যায়নি। সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। সঙ্গী না পাওয়ায় হৃদয়ের ফিফটি কেবল দলের হারের ব্যবধানই কমিয়েছে, লড়াইয়ের উপকরণ হতে পারেনি। একই সঙ্গে আয়ারল্যান্ডের গড়পড়তা মানের বোলিং লা

৮ দিন আগে

টেক্টরের অর্ধশতক, বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট আয়ারল্যান্ডের

চতুর্থ উইকেটে ২৯ বলে ৪৪ রান যোগ করেন হ্যারি টেক্টর আর কুর্তিস ক্যাম্ফার। তানজিম সাকিবের বলে ক্যাম্ফার (১৭ বলে ২৪) আউট হন পারভেজ হোসেন ইমনের অবিশ্বাস্য এক ক্যাচে। ডাইভ দিয়ে বাজপাখির মতো ক্যাচটি তালুবন্দি করেন ইমন।

৮ দিন আগে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি সিরিজে আজ (২৭ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামে টস জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

৮ দিন আগে