এ সফরে মেসি অংশ নেবেন কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক ও প্যাডল কাপসহ নানা দাতব্য উদ্যোগে। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি চূড়ান্ত। এর বাইরেও আরেকটি শহরের আইকনিক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা চলছে। টিকিট পাওয়া যাবে কেবল ‘ডিস্ট্রিক্ট’ নামের অ্যাপে।
২ দিন আগে