
ডেস্ক, রাজনীতি ডটকম

আকাশ ডিজিটাল টিভি এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ‘আকাশ গো’ অ্যাপ। টি-টুয়েন্টি ধামাকা বিপিএলের এবারের আসরের সব খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই অ্যাপে। দেখা যাচ্ছে চলমান স্প্যানিশ লা লিগার সব খেলাও।
শুধু তাই নয়, হটস্টার স্পেশালস, জিওসিনেমা ও জি-সহ অন্যান্য জনপ্রিয় সব প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখার সুযোগ করে দিয়েছে আকাশ গো। এ অ্যাপের সাবস্ক্রিপশনও এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
‘আকাশ গো’-তে রয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক— ‘গো প্রাইম’ ও ‘গো লা লিগা’। সাবস্ক্রাইবাররা তাদের স্মার্টফোন, ট্যাব ও ওয়েবসাইটে (www.akashgo.com) দেখতে পারবেন ‘আকাশ গো’-এর সব অনুষ্ঠান। শুধু তাই নয়, ‘আকাশ গো’ ওটিটি অ্যাপের একটি সাবস্ক্রিপশন দিয়ে একই সঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। ‘আকাশ গো’ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) ও অ্যাপস অ্যাপ স্টোর (আইওএস) থেকে ডাউনলোড করা যাচ্ছে।
এ ছাড়াও আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ গ্রাহকদের জন্য দিচ্ছে ‘আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমেও বিপিএল ও লা লিগাসহ দেশি-বিদেশি ওয়েব সিরিজসহ স্থানীয় লাইভ টিভি চ্যানেলগুলো দেখার সুযোগ থাকছে। আকাশ ডিজিটাল টিভি বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম পে টিভি অপারেটর।

আকাশ ডিজিটাল টিভি এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ‘আকাশ গো’ অ্যাপ। টি-টুয়েন্টি ধামাকা বিপিএলের এবারের আসরের সব খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই অ্যাপে। দেখা যাচ্ছে চলমান স্প্যানিশ লা লিগার সব খেলাও।
শুধু তাই নয়, হটস্টার স্পেশালস, জিওসিনেমা ও জি-সহ অন্যান্য জনপ্রিয় সব প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখার সুযোগ করে দিয়েছে আকাশ গো। এ অ্যাপের সাবস্ক্রিপশনও এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
‘আকাশ গো’-তে রয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক— ‘গো প্রাইম’ ও ‘গো লা লিগা’। সাবস্ক্রাইবাররা তাদের স্মার্টফোন, ট্যাব ও ওয়েবসাইটে (www.akashgo.com) দেখতে পারবেন ‘আকাশ গো’-এর সব অনুষ্ঠান। শুধু তাই নয়, ‘আকাশ গো’ ওটিটি অ্যাপের একটি সাবস্ক্রিপশন দিয়ে একই সঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। ‘আকাশ গো’ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) ও অ্যাপস অ্যাপ স্টোর (আইওএস) থেকে ডাউনলোড করা যাচ্ছে।
এ ছাড়াও আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ গ্রাহকদের জন্য দিচ্ছে ‘আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমেও বিপিএল ও লা লিগাসহ দেশি-বিদেশি ওয়েব সিরিজসহ স্থানীয় লাইভ টিভি চ্যানেলগুলো দেখার সুযোগ থাকছে। আকাশ ডিজিটাল টিভি বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম পে টিভি অপারেটর।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রটির মুক্তির তারিখ এর আগে তিন দফা পরিবর্তন করা হয়। সবশেষ নির্ধারিত তারিখ ছিল আগামী ২৫ ডিসেম্বর।
১৮ দিন আগে
১৬ ডিসেম্বর ছিল সেই দিন, যেদিন প্রমাণিত হয়েছিল— একটি নিরস্ত্র জাতি যখন স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তি বা আধুনিক সমরাস্ত্র তাদের দাবিয়ে রাখতে পারে না। মার্কিন সপ্তম নৌ বহর বঙ্গোপসাগরের নীল জলেই থমকে দাঁড়িয়েছিল। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব কূটচাল ব্যর্থ হয়ে গিয়েছিল বাঙা
২২ দিন আগে
একাত্তরের ১৫ ডিসেম্বর দিনটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিচিত্র ও শ্বাসরুদ্ধকর অধ্যায়, যেখানে বিজয়ের চূড়ান্ত আনন্দ আর ভূ-রাজনীতির জটিল সমীকরণ একই সমান্তরালে চলছিল। ক্যালেন্ডারের পাতায় এটি ছিল বিজয়ের ঠিক আগের দিন। কিন্তু রণাঙ্গনের বাস্তবতায় এটি ছিল পাকিস্তানি বাহিনীর মানসিক মৃত্যু ও যৌথ ব
২৪ দিন আগে
এই ভয়াল ট্র্যাজেডির পাশাপাশি এ দিনই শুরু হয় আত্মসমর্পণের আনুষ্ঠানিক নাটকীয়তাও। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশের চরমপত্রের পর ১৩ ডিসেম্বর রাতে জেনারেল নিয়াজি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ১৪ ডিসেম্বর ছিল সেই দিন, যেদিন নিয়াজির আত্মসমর্পণের সেই ঐতিহাসিক সিগন্যালটি দিল্লি থেকে ঢাকায় পৌঁছায়।
২৪ দিন আগে