সংবাদ সম্মেলনে জুলাই শহিদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, আমার স্বামী মিথ্যা অপবাদ নিয়ে মৃত্যুবরণ করেছে। এখন তার মৃত্যুর পরও একই অপবাদ পরিবারের ওপর মানসিক যন্ত্রণা হয়ে ফিরে আসছে। আমরা এর ন্যায় বিচার চাই।
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে ১৭ নারীকে বিয়ের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তার স্থলে দায়িত্বভার বুঝে নেবেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা।
খবর পেয়ে দামুড়হুদা বন বিভাগের কর্মকর্তারা খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগকে জানায়। সেখান থেকে উদ্ধারকারী দল গিয়ে সাপটি নিয়ে যায়। দামুড়হুদা বন বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, বন বিভাগ সুবিধামতো সময়ে সুন্দরবনে অজগরটি অবমুক্ত করবে।
যশোর পিবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার রেশমা পারভীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটির তদন্তভার নেয় পিবিআই। তদন্তে সুমনকে হত্যায় শাহাদাতের জড়িত থাকার তথ্য উঠে আসে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারে সেলুনে চুলকাটাতে গেলে শিমুল নন্দীসহ তার সহযোগীরা চুলকাটা কাঁচিসহ ধারালো অস্ত্র দিয়ে মামুনের গলায় আঘাত করেন।
সংসারের এমন অভাব-অনটনের মধ্যে মা-বাবার কথা চিন্তা করে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আইসক্রিম ভ্যান নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ে সুমন মোল্যা (১২), যে ভ্যান চালিয়ে বাবা এতদিন সংসারের হাল ধরে রেখেছিল। এরপর আর বাড়ি ফিরে আসেনি ছেলেটি।
২০১৮ সালের জুন মাসে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আট তলা পর্যন্ত ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। ৪০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ তিন দফায় বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান এর জন্য নকশা পরিবর্তন এবং সংশ্লিষ্ট বিভাগের অসহযোগিতাকে দায়ী করছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’
তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাচ্ছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুইটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সবদ
বাবলু বলেন, নান্টু কাজী কল রিসিভ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিকতা ছেড়ে দিতে বলেন। না হলে হাত-পা ও গলা কেটে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। এরপর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো মুহূর্তে আমাদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে শঙ্কার মধ্যে রয়েছি।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় সারা দেশে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি থেকে তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
হস্তান্তর করা বাংলাদেশিদের মধ্যে পুরুষ রয়েছেন চারজন, নারী পাঁচজন। বাকি ছয়জন শিশু। তাদের বাড়ি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাজীপুর জেলায়। বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন তারা।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নিয়োগের শর্ত লঙ্ঘন করেছেন। পাস না করা প্রার্থীদের কৃত্রিমভাবে পাস করিয়ে এবং ভুয়া নথিপত্র ও সই তৈরি করে অযোগ্যদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, এটি একটি আধুনিক হুমকি। যেকোনো কিছু দেখলেই তাই শেয়ার করা ঠিক নয়। একটু যাচাই-বাছাই করে শেয়ার করা উচিত। অপপ্রচার থেকে নির্বাচন ব্যবস্থাকে যথাসম্ভব নিরাপদ রাখার জন্য মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতে যে ভুল তথ্য দেওয়া হয় সেই ব্যাপারে আপনাদের সহায়তা প্রয়োজন।