বাবাকে সহায়তা করতে ভ্যান নিয়ে বাইরে, ৩ দিন পর মিলল সুমনের লাশ

নড়াইল প্রতিনিধি
নিখোঁজের চার দিন পর উদ্ধার হয় সুমনের মরদেহ। ছবি: সংগৃহীত

টানা রোদে হারভাঙা খাটুনির পর বয়স্ক বাবা বিল্লাল মোল্যা (৬৫) অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। আয়-রোজগার নেই বললেই চলে। বাবার পথ্য কেনার কোনো উপায় নেই। বড় ভাইও সবে বিদেশে গিয়েছে। এখনো টাকা পাঠাতে পারেনি।

সংসারের এমন অভাব-অনটনের মধ্যে মা-বাবার কথা চিন্তা করে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আইসক্রিম ভ্যান নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ে সুমন মোল্যা (১২), যে ভ্যান চালিয়ে বাবা এতদিন সংসারের হাল ধরে রেখেছিল। এরপর আর বাড়ি ফিরে আসেনি ছেলেটি।

ছেলের বাড়ি ফেরার আশায় মা সামেলা বেগম সারা রাত পথ চেয়ে বসে থাকেন। দিন যায়, রাত যায়। কিন্তু ছেলে আর বাড়ি ফেরে না। মায়ের চিন্তা আর দীর্ঘশ্বাসও বাড়তে থাকে। শেষ পর্যন্ত নিখোঁজের চার দিন পর রোববার (২৪ আগস্ট) বাড়ি ফিরেছে সুমনের লাশ। ছেলের হাত-পা বাধা মরদেহ দেখে মা বারবার জ্ঞান হারান।

সুমনের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে। বাবা বিল্লাল মোল্যা ভ্যানে করে আইসক্রিম বিক্রি করে সংসার চালান।

পুলিশ ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সুমন যে ভ্যানটি নিয়ে ওই দিন বাড়ি থেকে বের হয়েছিল, সেই ভ্যানটির সন্ধান পাওয়া যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা এলাকায়। আর সুমনের মরদেহ উদ্ধার করা হয় নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের একটি বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা সুমনকে মেরে ওই খালে তার লাশ ফেলে রেখে ভ্যান নিয়ে যায়। এমন ধারণা করছেন প্রতিবেশীরাও।

প্রতিবেশী পারভেজ আহম্মেদ বলেন, ভ্যানটি কাশিয়ানী এলাকায় পড়েছিল। ভ্যানের পেছনের নেমপ্লেটে ভ্যান তৈরির কারিগরের মোবাইল ফোন নম্বর দেখে ফোন করা হলে ওই মিস্ত্রি ফোন ধরেন। তার কাছ থেকে বিস্তারিত জানার পর সুমনের বাড়িতে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। তখনো সুমনের সন্ধান মেলেনি। এলাকার মানুষ ভ্যানটি বাড়িতে নিয়ে আসে।

সুমন নিখোঁজের পরদিন শুক্রবার (২২ আগস্ট) মা সামেলা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তারও দুদিন পর পাওয়া যায় সুমনের মরদেহ।

কামঠানা গ্রামের কৃষক বেলায়েত হোসেন বলেন, খালের পানিতে পাট পচাতে দিয়েছিলাম। পাটের একটি আঁটি খুঁজে পাচ্ছিলাম না। খাল পার দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর এগিয়ে গেলে খালের কিনারায় একটি লাশ পড়ে থাকতে দেখি। চিৎকার করলে জমিতে কাজ করা কয়েকজন কৃষক এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সুমনের মাসহ স্বজনরাও এসে মরদেহ শনাক্ত করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনা সদস্য আহত

১০ ঘণ্টা আগে

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ৮ জন— অভিযোগপত্র দিলো পুলিশ

রবিউল হাসান বলেন, ঘটনা তদন্তের পর আট আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি বন্ধ থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

১১ ঘণ্টা আগে

লুটের অস্ত্র দিয়ে পুলিশ ক্যাম্পে নৌ ডাকাতদের হামলা

পুলিশ জানিয়েছে, হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি। দুপক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর ডাকাত দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুরের দিকে চলে যায়। তাদের কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

১৯ ঘণ্টা আগে

নড়াইলে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারে সেলুনে চুলকাটাতে গেলে শিমুল নন্দীসহ তার সহযোগীরা চুলকাটা কাঁচিসহ ধারালো অস্ত্র দিয়ে মামুনের গলায় আঘাত করেন।

২০ ঘণ্টা আগে