স্নায়ুর লড়াইয়ে জিতে সুপার ফোরের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৩৯
উইকেট নিয়ে উল্লাস নাসুম আহমেদের। তার ৪ ওভারে ১১ রানে ২ উইকেট দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছবি: সংগৃহীত

ব্যাটিং ইনিংসের মতোই দশা বোলিং ইনিংসেরও। উড়ন্ত সূচনার পর ব্যাটিং ইনিংসের ফিনিশিংটা একদমই ভালো হয়নি। বোলিংয়েও দুর্দান্ত শুরুর পর খেই ধরে রাখতে পারেননি বোলাররা। তাতে ইনিংসের মাঝ বরাবর সহজ জয়টা পরিণত হলো স্নায়ুর লড়াইয়ে। শেষ পর্যন্ত সে লড়াইয়ে জিতেছে বাংলাদেশই। আফগানিস্তানকে হারিয়ে টিকে থাকল এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ২০ ওভারের শেষ বলে আফগানদের অলআউট করে দেয় ১৪৬ রানে। তাতে জয় মিলেছে ৮ রানে।

এ ম্যাচে জয়ে গ্রুপ পর্বের ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ হলো বাংলাদেশের ঝুলিতে। সমান পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কারও। তাতে শেষ শ্রীলঙ্কা-আফগান ম্যাচের ওপর নির্ভর করবে সুপার ফোরে উঠবে কোন দুই দল।

ব্যাটিং ইনিংসের মতোই দশা বোলিং ইনিংসেরও। উড়ন্ত সূচনার পর ব্যাটিং ইনিংসের ফিনিশিংটা একদমই ভালো হয়নি। বোলিংয়েও দুর্দান্ত শুরুর পর খেই ধরে রাখতে পারেননি বোলাররা। তাতে ইনিংসের মাঝ বরাবর সহজ জয়টা পরিণত হলো স্নায়ুর লড়াইয়ে। শেষ পর্যন্ত সে লড়াইয়ে জিতেছে বাংলাদেশই। আফগানিস্তানকে হারিয়ে টিকে থাকল এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ২০ ওভারের শেষ বলে আফগানদের অলআউট করে দেয় ১৪৬ রানে। তাতে জয় মিলেছে ৮ রানে।

এ ম্যাচে জয়ে গ্রুপ পর্বের ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ হলো বাংলাদেশের ঝুলিতে। সমান পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কারও। তাতে শেষ শ্রীলঙ্কা-আফগান ম্যাচের ওপর নির্ভর করবে সুপার ফোরে উঠবে কোন দুই দল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগের একাদশে চারটি পরিবর্তন এনে টসে জিতে ব্যাটিং বেছে নেন লিটন দাস। তাতে দলে মূল বোলার ছিলেন দুজন করে পেসার ও স্পিনার মিলিয়ে চারজন। সঙ্গে ছিলেন দুজন পার্টটাইম স্পিনার। শেষ পর্যন্ত অবশ্য সেই পার্টটাইমারদের চারটি ওভারই ভুগিয়েছে বাংলাদেশকে।

মূল বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৪ ওভারে দিয়েছেন ৩৪ রান, মুস্তাফিজুর রহমান দিয়েছেন ২৮। রিশাদ হোসেন দিয়েছেন ১৮ রান। সবচেয়ে কৃপণ ছিলেন নাসুম আহমেদ, তার ৪ ওভারে রান আসে মাত্র ১১। সেখানে সাইফ হাসান ও শামীম হোসেনের ওই ৪ ওভারে রান আসে ৫৫! ম্যাচ শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে গড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে ওই ৪ ওভারই।

অথচ বোলিং ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম বলেই সেদিকুল্লাহ আতালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফিরিয়ে দেন নাসুম। প্রথম ওভারটি মেডেনও নেন তিনি। টানা তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেট নেন, ফিরিয়ে দেন ইবরাহিম জাদরানকে, ১২ বলে মাত্র ৫ করতে সক্ষম হন তিনি। দলের রান তখন ১৮। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে সমর্থ হন আফগান ব্যাটাররা।

গুলবাদিন নাইবকে নিয়ে আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তাদের জুটিতে আসে ২৭ বলে ৩৩ রান। ইনিংসের নবম ও নিজের দ্বিতীয় ওভারে গুলবাদিনকে ফিরিয়ে দেন রিশাদ। গুরবাজ সুযোগ বুঝে থিতু হওয়ার চেষ্টা করলেও তাকে বেশিক্ষণ টিকতে পারেননি। দলের একাদশ আর নিজের তৃতীয় ওভারে এসে রিশাদ ফিরিয়ে দেন ৩১ বলে ৩৫ রান করা গুরবাজকে।

১১ ওভারে ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারানোর পর মোহাম্মদ নবীও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ বলে ১৫ করে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে যান দলের ৭৭ রানের মাথায়। এ পর্যায়ে আফগানিস্তানকে কিছুটা আশার আলো দেখান ছয়ে ব্যাটিংয়ে নামা আজমতউল্লাহ ওমরজাই। তার প্রধান টার্গেটে পরিণত হন পার্টটাইমার সাইফ। ১৫ বলে তিন ছক্কা আর এক চারে ৩০ রান করে যখন ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই তাকে ফেরান তাসকিন। ষষ্ঠ উইকেট হারিয়ে দলের রান তখন ১০৯।

তবে হাল ছাড়েননি আফগান ব্যাটাররা। করিম জানাত ব্যর্থ হলেও রশিদ খান আর নূর মোহাম্মদ চালিয়ে খেলেছেন। রশিদের ১১ বলে ২০ আর নূরের ৯ বলে ১৪ রানের ইনিংসে লক্ষ্যের অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় আফগানিস্তান। হাতে ৪ উইকেট রেখে শেষ ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩১ রান। অষ্টাদশ ওভারে নাসুম এসে মাত্র ৪ রান দিলে আর ওই ওভারেই একটি রানআউট হলে ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে।

১৯তম ওভারে মুস্তাফিজ বোলিংয়ে এসে পরপর দুই বলে তুলে নেন রশিদ খান আর গজনফারকে। রান দেন মাত্র ৫টি। তাতে শেষ ওভারে আফগানদের দরকার ছিল ২২ রান। তাসকিন ২টি ছক্কা খেলেও শেষ বলে নূরকে আউট করে বাংলাদেশের ৮ রানের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। নাসুম, রিশাদ আর তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। তবে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট শিকারী নাসুম পেয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচের স্বীকৃতি।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটাও ছিল স্বপ্নের মতো। পারভেজ ইমন না থাকায় এদিন তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ। তিনি খুব একটা হাত খুলে খেলতে না পারলেও তানজিদের ব্যাট ছিল যেন খাপখোলা তলোয়ার। পাওয়ারপ্লের ৬ ওভারেই চলে আসে ৫৯ রান।

সাইফ ২৮ বলে বলে ৩০ রান করে আউট হলে ক্রিজে আসেন ক্যাপ্টেন লিটন দাস। তানজিদ তখনো হাত খুলে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। তাতে ১০ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৮৭ রান। তখন ১৭০ থেকে ১৮০ রানের ইনিংসই প্রত্যাশা ছিল সমর্থকদের।

তবে আফগান বোলারদের ঘুরে দাঁড়ানোর গল্প শুরু হয় একাদশ ওভারের প্রথম বল থেকেই। সে বলে লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নূর। লিটন করেন ১১ বলে মাত্র ৯ রান। ত্রয়োদশ ওভারে নূরই ফেরান তানজিদকে। ততক্ষণে তানজিদ তুলে নিয়েছেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের সপ্তম ফিফটি। আউট হওয়ার সময় তার নামের পাশে ছিল ৩১ বলে ৫২ রান। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কাও হাঁকান তিনি।

এরপর আর বাংলাদেশি কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি আফগান বোলারদের সামনে। ২০ বলে ২৬ করেন তাওহিদ হৃদয়, ১১ বলে ১১ করেন শামীম হোসেন, ১৩ বলে ১২ করেন জাকের আলী। নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ৬ বলে ১২ রানে। তাতে ইনিংসের প্রথম ১০ ওভারে ৮৭ রানের বিপরীতে শেষ ১০ ওভারে রান আসে মাত্র ৬৭। দলের ইনিংস থামে ১৫৪ রানে।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান আর নূর আহমাদ নেন ২টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

সুপার ফোরের দরজায় শ্রীলংকা, খালি হাতে বিদায় হংকংয়ের

বাংলাদেশের সঙ্গে ম্যাচে আফগানিস্তান জিতলে বাংলাদেশ ছিটকে পড়বে সুপার ফোর থেকে, আফগানিস্তান ও শ্রীলংকার সুপার ফোর নিশ্চিত হবে। তবে বাংলাদেশ জিতলে শ্রীলংকা-আফগান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সুপার ফোরের সমীকরণ মেলানোর জন্য।

১ দিন আগে

ওমানকে হারিয়ে সুপার ফোরে চোখ আরব আমিরাতের

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও এ জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল মরুর দলটি। তাদের এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সুপার ফোরও নিশ্চিত হলো। এখন শেষ ম্যাচে পাকিস্তান-আরব আমিরাতের ম্যাচে বিজয়ী দল সুপার ফোরে ভারতের সঙ্গী হবে। অর্থাৎ ক্রিকেটের আজীবন ‘আনপ্রেডিক্টেবল’ দল পাকিস্তানের সঙ্গে জিতলেই সুপার ফোরে উঠ

১ দিন আগে

কারাতে প্রতিযোগিতা ১৮ সেপ্টেম্বর শুরু, অংশ নেবে ৮ দেশ

তিনি আরও জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে রেফারি পরীক্ষায় পাসকৃত, এসকেআইএফ-বাংলাদেশের রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশন অনুমোদিত বাংলাদেশি রেফারিরা খেলাগুলো পরিচালনা করবেন। এ আয়োজন দেশের কারাতে অঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়-রেফারিদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২ দিন আগে

পাকিস্তানকে কড়া সমালোচনা শোয়েব আখতারের

ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর ‘গেম অন হ্যাঁয়’ নামে এক অনুষ্ঠানে শোয়েব আখতার কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কথা শুনে মিসবাহ উল হক রীতিমতো বিস্মিত। মিসবাহর প্রশ্ন যে শোয়েব আখতার কি আসলে মজা করছেন নাকি সত্যিই এমন রাগ ঝাড়ছেন? শোয়েব জানালেন তিনি বাস্তব কথাই বলছেন।

২ দিন আগে