সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে আজ

ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপে সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

হারলেই সুপার ফোরের আশা শেষ, গ্রুপ পর্ব থেকেই ফিরতে হবে দেশে। অন্যদিকে জিতলেও সুপার ফোর নিশ্চিত নয়, তবে আশা টিকে থাকবে। এমন সমীকরণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফলে সুপার ফোর তথা টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা তথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ‘বি’ গ্রুপের এটি পঞ্চম ম্যাচ, যা বাংলাদেশের তৃতীয় ও আফগানদের দ্বিতীয়।

এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে জয় ও শ্রীলংকার সঙ্গে হারে টাইগারদের সংগ্রহ ২ পয়েন্ট। এদিকে আফগানিস্তান একটিই ম্যাচ খেলেছে হংকংয়ের সঙ্গে। সে ম্যাচে জিতে তাদের পয়েন্টও ২। আর গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলংকা, দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট ৪।

এ অবস্থায় সুপার ফোরের সমীকরণ বাংলাদেশের সামনেই আপাতদৃষ্টিতে সবচেয়ে কঠিন। কারণ আফগানিস্তানের সঙ্গে জিতলেও টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে।

সমীকরণগুলোর দিকে একটু চোখ বুলানো যাক। আজ আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে শ্রীলংকার পয়েন্ট হবে ৬, আফগানরা থেকে যাবে ২ পয়েন্টের। সেক্ষেত্রে শ্রীলংকা গ্রুপের শীর্ষে ও বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থেকে উঠে যাবে সুপার ফোরে।

এদিকে বাংলাদেশ আজ জিতলে এবং শেষ ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলংকাকে হারিয়ে দেয়, তখন সমীকরণ বদলে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান— তিন দলের পয়েন্টই হবে সমান ৪। তখন তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকে।

আর রান রেটের চিত্র বলছে, তিন দলের মধ্যে বাংলাদেশেরটাই সবচেয়ে কম। হংকংকে বড় ব্যবধানে হারিয়ে আফগানদের রান রেট +৪.৭। দুই ম্যাচে জয় পাওয়া শ্রীলংকার রান রেট +১.৫৪৬। আর হংকংয়ের সঙ্গে জিতলেও শ্রীলংকার সঙ্গে হেরে বাংলাদেশের রান রেট -০.৬৫। ফলে আজ আফগানিস্তানের সঙ্গে কেবল জয় নয়, বড় ব্যবধানে জয় টার্গেট করেই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

আজ আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে গেলে অবশ্য এত সমীকরণের ধার ধারতে হবে না কাউকে। তখন বাংলাদেশকে ২ পয়েন্টে রেখে শ্রীলংকা-আফগানিস্তান উঠে যাবে সুপার ফোরে। শ্রীলংকা-আফগানিস্তান শেষ ম্যাচটি হবে গ্রুপের শীর্ষ দল নির্ধারণের লড়াই।

সমীকরণ যাই বলুক, সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগাররা নিশ্চয় জয়ের জন্যই মাঠে নামবে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিজের নতুন রেকর্ড, এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায়

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দামের এর আগের রেকর্ডটিও মুস্তাফিজেরই দখলে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন তিনি।

৮ দিন আগে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।

৯ দিন আগে

নারী ক্রিকেট লীগ শুরু কাল

ইস্ট জোন : ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন অর্থি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া, সুমি আক্তার।

১০ দিন আগে

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নেমেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা।

১০ দিন আগে