গরমেও ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? কী করবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

গরমে শরীর থেকে বেশি পরিমাণে ঘাম বের হয়। এর ফলে নানা শারীরিক সমস্যার পাশাপাশি ত্বকের সমস্যা দেখা দেয়। অনেকে মনে করেন, শুধু শীতকালেই ত্বকের শুষ্কতা দেখা দেয়। এটা ঠিক নয়। গরমকালেও ত্বক শুকিয়ে যেতে পারে। অতিরিক্ত ঘামের কারণে শরীরের পাশাপাশি ত্বক পানিশূন্য হয়ে পড়ে। এর ফলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে ওঠে।

গরমে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার কারণ কী?

বিশেষজ্ঞদের মতে, গরমে শরীরের বেশির ভাগ পানি ঘামের দ্বারা শরীর থেকে বেরিয়ে যায়। আর সেই পানি পর্যাপ্ত পরিমাণে না খেলে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে ত্বক। গরমের দিনগুলিতে আমরা বেশির ভাগ সময়টাই এয়ারকন্ডিশনে কাটাই, এর ফলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা অনেকটাই কমে যায়। অনেকে এই সময় দীর্ঘক্ষণ সুইমিং পুলে কাটান, এর ফলে ত্বকের স্বাভাবিক PH মাত্রা অনেকটাই কমে যায়। আর ওর ফলে ফলে ত্বক আরও নিষ্প্রাণ হয়ে যায়।

​গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ

বিশেষজ্ঞদের মতে গ্লিসারিন আপনার ত্বককে করে তুলবে নরম এবং হাইড্রেট, অন্যদিকে গোলাপ জল আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে। এই প্যাকটি তৈরি করতে ১ চা চামচ বিশুদ্ধ গ্লিসারিনের সঙ্গে ১০০ মিলিলিটার গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। মুখ ও শরীরের ময়েশ্চারাইজ হিসেবে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

​অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল আপনার ত্বকে ভালো কাজ করবে। এতে ভিটামিন A, C, E, B12 এবং ত্বকের উপকারী অনেক মিনারেলও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরাতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড আপনার ত্বককে আরও ভালো করে ময়েশ্চারাইজ করতে তুলবে। ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে। এর জন্য অ্যালোভেরার জেল বা জুস ত্বকে ভালোকরে লাগান।

এরপর ২০ মিনিট পর সাধারণ জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

এটি ত্বককে তৈলাক্ত করে না, ময়েশ্চারাইজ করবে।

​মধু ব্যবহার করতে পারেন

মধু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান এটি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এর জন্য জলের মধ্যে মধু মিশিয়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে দিয়ে এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুররসের সঙ্গেও মুখে, ঘাড়ে এবং হাতে লাগাতে পারেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

ছড়াকার সুকুমার বড়ুয়া না ফেরার দেশে

‘এমন যদি হতো/ ইচ্ছে হলে আমি হতাম/ প্রজাপতির মতো...’ পঙ্ক্তির এমন যদি হতো কিংবা ‘ধন্য সবাই ধন্য/ অস্ত্র ধরে যুদ্ধ করে/ মাতৃভূমির জন্য...’ পঙ্ক্তির মুক্তিসেনার মতো কালজয়ী সব ছড়া রচনা করে সুকুমার বড়ুয়া পেয়েছিলেন ‘ছড়াসম্রাট’ খ্যাতি।

১১ দিন আগে

শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী রোববার থেকে চলবে

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেইজে উক্ত বিষয়টি ‘অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা’ করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে, বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে উল্লেখ করা হয়।

২৪ দিন আগে

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘ইক্কিস’ আসছে নতুন বছরে

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রটির মুক্তির তারিখ এর আগে তিন দফা পরিবর্তন করা হয়। সবশেষ নির্ধারিত তারিখ ছিল আগামী ২৫ ডিসেম্বর।

২৪ দিন আগে

রেসকোর্সের দলিলে পাকিস্তানি দম্ভের সলিল সমাধি

১৬ ডিসেম্বর ছিল সেই দিন, যেদিন প্রমাণিত হয়েছিল— একটি নিরস্ত্র জাতি যখন স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তি বা আধুনিক সমরাস্ত্র তাদের দাবিয়ে রাখতে পারে না। মার্কিন সপ্তম নৌ বহর বঙ্গোপসাগরের নীল জলেই থমকে দাঁড়িয়েছিল। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব কূটচাল ব্যর্থ হয়ে গিয়েছিল বাঙা

১৬ ডিসেম্বর ২০২৫