শাকিব প্রাপ্তবয়স্ক-বুদ্ধিমান, নায়কের তৃতীয় বিয়ে প্রসঙ্গে অপু বিশ্বাস

ডেস্ক, রাজনীতি ডটকম

গত কয়েকদিন ধরেই ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের বিয়ে নিয়ে হইহই পড়ে গিয়েছে দুই বাংলায়। এ নিয়ে কথা না বললেও শোনা যাচ্ছে, বিয়ের জন্য নাকি সম্মতিও দিয়েছেন অভিনেতা। তবে এর আগে আরও দুইবার বিবাহিত সম্পর্কে ছিলেন তিনি। অভিনেতার প্রথম স্ত্রী অপু বিশ্বাস। দ্বিতীয় স্ত্রী বুবলী। অন্তত অভিনেত্রী বুবলী তেমনটাই দাবি করেন। দুই পক্ষের দুই পুত্রসন্তানও রয়েছে শাকিবের।

যদিও এই ত্রয়ীর সম্পর্কের রসায়ন নিয়ে নানা মুনির নানা মত। তাঁরা কি বিবাহিত, না কি একে অপরের প্রাক্তন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর মাঝেই অভিনেতার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে। যদিও অভিনেতার প্রথম স্ত্রী অপু শাকিবের বাড়িতে যাতায়াত করেন। অভিনেতার মা ও বোনের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে অপুর।

শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে চারপাশে যে জল্পনা, সেই প্রসঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমে মুখ খুললেন অপু। চারপাশে নানা কথা শাকিবের বিয়ে নিয়ে। কারও মতে, তাঁর নাকি মেয়ে পছন্দ হয়ে গিয়েছে। কেউ বলছেন, পাত্রী নাকি চিকিৎসক, বাসা তাঁর মুন্সিগঞ্জে। প্রায় ৯ বছরের সম্পর্ক অপু-শাকিবের। যদিও মাঝে অনেক ঝড়ঝাপটা গিয়েছে তাঁদের সম্পর্কে।

এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন, ছেলে জয়ের কথা ভেবেই তাঁরা ফের সম্পর্ক স্বাভাবিক করেছেন । তবে শোনা যায়, গত বছর নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। তবু এই ইদেও শাকিবের বাড়ি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে রান্না করে শ্বশুরবাড়ি লোকদের খাওয়ান তিনি। তার কয়েক দিন মধ্যেই শাকিবের বিয়ের খবর। কতটা সত্যি? শাকিব আবার বিয়ে করবেন, আগে থেকেই কি জানতেন অভিনেত্রী?

এই প্রসঙ্গে অপু বলেন, ‘শাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে, তিনি নিজেই বলবেন। তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন। তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত।’

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে ছেলে জয়কে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছেন তিনি। তবে কি শাকিবের বিয়ের খবর আঁচ করতে পেরেই এই সিদ্ধান্ত?

অপুর কথায়, ‘শাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন। তিনি আর্ন্তজাতিক মানের তারকা, বুদ্ধিমান মানুষ। আমার ও শাকিবের যেহেতু সন্তান রয়েছে, তাই সম্পর্ক থেকেই যায়। এক সময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদমাধ্যমের সাহায্য নিতে হয়েছিল। সেই সময় পরিস্থিতি তেমনই ছিল। তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করি না। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক আমাদের। ওঁর পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তা তো ছিন্ন হওয়ার নয়! আর এই মুহূর্তে, বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি।’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

অবশেষে আসছে মৌ খানের ‘বান্ধব’

অবশেষে আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান।

১৯ দিন আগে

কাঁদলেন, কাঁদালেন এফডিসির খোরশেদ

এসময় খোরশেদ আলম বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। ভুলত্রুটি ক্ষমা করবেন। আমার জন্য যারা এ আয়োজন করেছেন, শরীরের সব রক্ত দিয়েও এ ঋণ শোধ হবে না। এফডিসি আগের মতো ভালো দিনে ফিরে যাক। এই কামনা করি।’

২১ দিন আগে

সংগীতজীবন থেকে ইতি টানার সিদ্ধান্ত ‘ব্যক্তিগত’: তাহসান

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে আছেন তাহসান। তিনি বলেন, ‘অভিনয় তো আগেই ইতি টেনেছি। এবার গান। কণ্ঠনালির সমস্যার পর এখন ভালোর দিকে। তবে গান ছাড়ার সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত। বলতে চাই না।’

২৪ দিন আগে

বাংলাদেশ মাতালেন পাকিস্তানের হানিয়া

ভিডিও বার্তায় হানিয়া বলেছিলেন, তিনি বাংলাদেশে আসছেন একটি ছোট্ট সারপ্রাইজ নিয়ে। সেই ‘সারপ্রাইজ’ ঠিক কী, তা হয়তো করপোরেট ইভেন্টের সীমায় আটকে থাকবে। কিন্তু ভক্তদের কাছে সবচেয়ে বড় চমক তো তিনি নিজেই— ঢাকায় এসে, এই শহরের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সমর্থন জানানো।

২৫ দিন আগে