বইমেলা দেড় মাস এগিয়ে আনা অযৌক্তিক সিদ্ধান্ত

সাঈদ বারী
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫৮

অমর একুশে বইমেলা কেবল একটি মেলা নয়, এটি আমাদের জাতিসত্তার প্রতীক, ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি, সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র। প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ওঠে বাঙালির সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা।

কিন্তু বৃহস্পতিবার ঘোষণা এসেছে— দেড় মাস এগিয়ে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে মাসব্যাপী একুশে বইমেলা। এ সিদ্ধান্ত লেখক, প্রকাশক ও পাঠকমহলে তীব্র প্রশ্ন ও অসন্তোষের জন্ম দিয়েছে। কারণ, এটি নিছক একটি সময়সূচির পরিবর্তন নয়, আমাদের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যবাহী আয়োজনকে অযৌক্তিকভাবে বিপন্ন করার প্রয়াস।

লেখকদের সংকট

বছরের শেষ প্রান্তে লেখকরা সাধারণত তাদের নতুন বইয়ের কাজ শেষ করেন। ডিসেম্বর ও জানুয়ারিতেও অনেকে পাণ্ডুলিপি লিখেন, সম্পাদনা করে চলেন। হঠাৎ সময় এগিয়ে দিলে অধিকাংশ বই অসম্পূর্ণ থেকে যাবে। যারা কোনোভাবে শেষ করবেন, তাদের বইও তাড়াহুড়ো করে প্রকাশকের হাতে যাবে।

এর ফলে প্রুফরিডিং, সম্পাদনা, কভার ডিজাইন— সবই হবে অগোছালো ও মানহীন। অথচ একটি বইয়ের পূর্ণতা কেবল লেখকের কলমে নয়; প্রুফ সংশোধন, কভার নির্মাণ, নান্দনিক মুদ্রণ— সব মিলিয়েই বই হয়ে ওঠে সম্পূর্ণ। এই প্রক্রিয়া সংকুচিত হলে সৃজনশীলতার মান ক্ষুণ্ণ হওয়াই স্বাভাবিক।

প্রকাশকদের দুরবস্থা

প্রকাশনা শিল্প এ দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও প্রাণবন্ত খাতগুলোর একটি। মেলা দেড় মাস আগে হলে প্রকাশকরা পড়বেন চরম চাপের মুখে। সীমিত সময়ে বিপুল পরিমাণ বই ছাপাতে গিয়ে ছাপাখানায় অস্বাভাবিক ভিড় হবে, ছাপার ভুল বাড়বে।

এর সঙ্গে যুক্ত হবে প্রচারের সীমাবদ্ধতা। কোনো বই পাঠকের কাছে পৌঁছাতে হলে প্রয়োজন বাজারজাতকরণ, আলোচনার সৃষ্টি ও প্রচার। সময় সংকোচনের কারণে সেই কাজ হবে অপ্রতুল, ফলে বিক্রিও প্রভাবিত হবে। ক্ষতিগ্রস্ত হবেন লেখক ও প্রকাশক উভয়েই।

পাঠকের হতাশা

সবচেয়ে বড় ক্ষতি হবে পাঠকের। তাড়াহুড়া করে ছাপানো বই হবে মানহীন— বানান ভুল, অস্পষ্ট ছাপা, খারাপ বাঁধাই কিংবা অনুজ্জ্বল কভার বইকে পাঠকের কাছে আকর্ষণহীন করে তুলবে। মেলায় এসে পাঠক যদি হতাশ হন, তবে তাদের আগ্রহ ও আস্থা কমে যাবে। এতে বইমেলার প্রাণশক্তি দুর্বল হয়ে পড়বে।

যৌক্তিক প্রশ্ন

তাহলে প্রশ্ন জাগে— কোন যুক্তিতে মেলার সময় এগিয়ে আনা হলো? লেখক, প্রকাশক, পাঠক— সবার স্বার্থের পরিপন্থি এ সিদ্ধান্তে সাংস্কৃতিক অঙ্গন কীভাবে উপকৃত হবে?

বরং যদি মেলা ৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী আয়োজন করা হয়, তবে লেখক-প্রকাশক পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবেন, মানসম্মত বই প্রকাশ হবে, পাঠকও পাবেন এক প্রাণবন্ত উৎসবের স্বাদ।

একুশের চেতনা ও বইমেলা

অমর একুশে বইমেলার সঙ্গে জড়িয়ে আছে মহান ভাষা আন্দোলনের স্মৃতি। একুশের শহিদরা শিখিয়েছেন— সত্য, শৃঙ্খলা ও মান রক্ষায় আপস করা যায় না। তাই বইমেলাও হতে হবে যথাযথ পরিকল্পনা ও সততার সঙ্গে। বিশৃঙ্খলা, অনিয়ম বা অদূরদর্শী সিদ্ধান্ত একুশের চেতনার পরিপন্থি।

অমর একুশে বইমেলা আমাদের জাতির ইতিহাস ও চেতনার ধারক। এখানেই লেখক তাদের চিন্তা ও সাহিত্যকর্ম পাঠকের কাছে পৌঁছে দেন, আর পাঠক খুঁজে পান জ্ঞানের নতুন দিগন্ত। মেলা হয়ে ওঠে মুক্তচিন্তা, নতুন ধারার সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার উৎসব। তাই মেলাকে প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ রাখতে যথেষ্ট প্রস্তুতি অপরিহার্য।

অতএব একুশে গ্রন্থমেলাকে দেড় মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নিছক ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের ঐতিহ্য ও গৌরবের উপর অযৌক্তিক হস্তক্ষেপ। এই তড়িঘড়ি আয়োজনের ফলে বইমেলার মান ও মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রবল।

আমাদের দাবি স্পষ্ট— বইমেলার সময় দেড় মাস এগিয়ে আনার পরিবর্তে পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে ৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি বইমেলা আয়োজন করা হোক। তবেই আমরা ভাষা শহিদদের যথার্থ শ্রদ্ধা জানাতে পারব এবং একুশের চেতনায় সমুজ্জ্বল রাখব অমর একুশে বইমেলাকে।

লেখক: প্রধান নির্বাহী, সূচীপত্র

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

জনসংখ্যাগত স্থিতিশীলতা, সুশাসন এবং বিকেন্দ্রীকরণ

একটি জাতির উন্নয়নের ভিত্তি তার জনশক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবহারের উপর নির্ভরশীল। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে, জনসংখ্যাগত স্থিতিশীলতা (Demographic Stability) অর্জন করা এখন আর কেবল জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি কৌশল নয়, বরং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার এবং সুশাসনের এক অবিচ্ছেদ্য অং

১৮ দিন আগে

জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কার লাভ, কার ক্ষতি

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় ক্ষমতার কাছাকাছি থাকা বিএনপির প্রতিপক্ষ এখন জামায়াতে ইসলামি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা গেলে জামায়াত তখন বিএনপির শক্ত বা সবল প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। এমনকি অন্যান্য ইসলামি দলগুলো সঙ্গে নিয়ে জামায়াত দরকষাকষির সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে।

১৯ দিন আগে

হরিপদ কাপালীর আবিষ্কৃত হরি ধানকে বাঁচাতে হবে

ঝিনাইদহের কৃষক শ্রী হরিপদ কাপালীর হাতে হরি ধানের আবিষ্কার দুই দশক আগে যার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহনের সুযোগ হয়নি কেবল দারিদ্রতার কারনে। এখানে উল্লেখ্য যে হরিপদ কাপালী ১৯২২ সালে ঝিনাইদহ জেলার সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্ম গ্রহন করেন এবং ২০১৮ সালের ৬ই জুলাই নিজ শ্বশুরালয় আহসান নগর গ্রামে মৃত্

১৯ দিন আগে

আর্থিক সংকটে ক্ষুদ্র-শিল্প উদ্যোক্তারা: সমাধান জরুরি

গত বছরের জুনে ব্যাংক ঋণের সুদহার ছিল ৯ শতাংশ, যা বর্তমানে ১৪–১৫ শতাংশে পৌঁছেছে। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক আরও এক দফা নীতি সুদহার বৃদ্ধির পরিকল্পনা করছে। এমন দফায় দফায় সুদহার বৃদ্ধির ফলে বড় প্রতিষ্ঠানও চাপে পড়তে পারে এবং বহু প্রতিষ্ঠান রুগ্ন তালিকাভুক্ত হবে। উল্লেখযোগ্য, ২০২০ সালের এপ্রিলে স

২০ দিন আগে