প্রতিবেদক, রাজনীতি ডটকম
৯ বছর আগে ২০১৬ সালে পোপ ফ্রান্সিসই কার্ডিনাল করেছিলেন বাংলাদেশের প্যাট্রিক ডি’রোজারিওকে। পোপের পরেই ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতার এই পদে থাকা ব্যক্তিরাই নির্বাচন করে থাকেন পোপের উত্তরসূরি। সে হিসাবে প্যাট্রিকেরও সুযোগ ছিল নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হওয়ার। তবে শারীরিক অসুস্থতার জন্য সে সুযোগ থেকে বঞ্চিত হলেন তিনি।
বাংলাদেশের প্রথম আর সারা বিশ্বের হলি ক্রস সংঘ থেকে আসা দ্বিতীয় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর এক বার্তায় তিনি জানিয়েছেন তার প্রতি গভীর শ্রদ্ধার কথা। একই সঙ্গে জানিয়েছেন, হৃদযন্ত্রে সম্প্রতি পেসমেকার বসানোর কারণে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে বলেই ছুটে যেতে পারেননি ভ্যাটিকানে।
পোপের মৃত্যু বা অবসরের পরপরই নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সারা বিশ্বের সব কার্ডিনাল প্রথমেই মিলিত হন কনক্লেভে, যেখানে নতুন পোপ কে হতে পারেন তা নিয়ে চলে আলোচনা ও বিতর্ক। এর পরের ধাপে ৮০ বছরের কম বয়সী কার্ডিনাল যারা রয়েছেন তারা ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করে থাকেন পোপ।
প্যাট্রিক ডি’রোজারিওর বয়স ৮১ পেরিয়ে গেছে। ফলে তিনি পোপ নির্বাচনের ভোটে অংশ নিতে না পারলে প্রথম ধাপের আলোচনা, যা এরই মধ্যে ভ্যাটিকানে শুরু হয়েছে, সেখানে যোগ দিতে পারতেন। কিন্তু বাধ সেধেছে তার হৃদযন্ত্র।
প্যাট্রিক তার বার্তায় লিখেছেন, মঙ্গলবার থেকে ভ্যাটিকানে শুরু হওয়া কার্ডিনালদের সম্মিলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল বিদায়ী পূণ্য পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে কার্ডিনাল ভাইদের সঙ্গে মিলিত হই। কিন্তু ভ্রমণের জন্য উপযুক্ত নয় আমার হৃদযন্ত্র। আমি তার (পোপ ফ্রান্সিস) এবং অন্যদের সঙ্গে আধ্যাত্মিক যাত্রায় সহগামী হব। একইভাবে আমি সহগামী হব কলেজ অব কার্ডিনালস ও কনক্লেভ সদস্যদের সঙ্গে।
তবে নিজের অসুস্থতার এই সময়েও পোপ ফ্রান্সিসের বার্তা থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন প্যাট্রিক। লিখেছেন, ৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত আমার হৃদযন্ত্রের চিকিৎসার এই সময়ে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত যাত্রায় আমি আছি, যার উদাহরণ তিনি (পোপ ফ্রান্সিস) তৈরি করেছিলেন অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে এবং আরোগ্যলাভের সময়ে।
বাংলাদেশ সফরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত
পোপ ফ্রান্সিসতে ‘পূণ্য পিতা’ অভিহিত করে তার প্রয়াণের সংবাদ ‘খুবই যন্ত্রণার ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন কার্ডিনাল প্যাট্রিক। তিনি লিখেছেন, প্রভুর প্রজাদের সঙ্গে, আমাদের সঙ্গে যাত্রা তিনি সম্পন্ন করেছেন এবং সেই দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন উৎকৃষ্ট ধর্মউপদেশক যিশু খ্রিষ্টের উদাহরণ থেকে, যিনি তার দায়িত্ব সম্পাদন করেছেন, কষ্ট ভোগ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। পূণ্য পিতা আমাদের সঙ্গে ইস্টার পালন করেছেন এবং প্রস্থান করছেন পুনরুত্থানের পূর্ণতা নিয়ে।
প্যাট্রিক প্রার্থনা করেন, প্রভু, গির্জার জন্য আপনার ইচ্ছা ও পরিকল্পনার প্রকাশ ঘটান। পৃথিবীর এই সংকটময় পরিস্থিতিতে গির্জাকে এমনভাবে পথ দেখান, যেভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আপনার সেবক পোপ ফ্রান্সিস এবং ইস্টার দিনের বার্তায়ও সেটা জানিয়ে গেছেন।
পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত সোমবার। এরপর মঙ্গলবার থেকেই কার্ডিনালরা কনক্লেভে মিলিত হয়েছেন নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে। এই প্রক্রিয়া চলতে চলতেই শনিবার রয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। সারা বিশ্ব থেকে মানুষ যোগ দেবে সে আয়োজনে, থাকবেন বিশ্বনেতাদের বড় একটি অংশ।
৯ বছর আগে ২০১৬ সালে পোপ ফ্রান্সিসই কার্ডিনাল করেছিলেন বাংলাদেশের প্যাট্রিক ডি’রোজারিওকে। পোপের পরেই ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতার এই পদে থাকা ব্যক্তিরাই নির্বাচন করে থাকেন পোপের উত্তরসূরি। সে হিসাবে প্যাট্রিকেরও সুযোগ ছিল নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হওয়ার। তবে শারীরিক অসুস্থতার জন্য সে সুযোগ থেকে বঞ্চিত হলেন তিনি।
বাংলাদেশের প্রথম আর সারা বিশ্বের হলি ক্রস সংঘ থেকে আসা দ্বিতীয় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর এক বার্তায় তিনি জানিয়েছেন তার প্রতি গভীর শ্রদ্ধার কথা। একই সঙ্গে জানিয়েছেন, হৃদযন্ত্রে সম্প্রতি পেসমেকার বসানোর কারণে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে বলেই ছুটে যেতে পারেননি ভ্যাটিকানে।
পোপের মৃত্যু বা অবসরের পরপরই নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সারা বিশ্বের সব কার্ডিনাল প্রথমেই মিলিত হন কনক্লেভে, যেখানে নতুন পোপ কে হতে পারেন তা নিয়ে চলে আলোচনা ও বিতর্ক। এর পরের ধাপে ৮০ বছরের কম বয়সী কার্ডিনাল যারা রয়েছেন তারা ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করে থাকেন পোপ।
প্যাট্রিক ডি’রোজারিওর বয়স ৮১ পেরিয়ে গেছে। ফলে তিনি পোপ নির্বাচনের ভোটে অংশ নিতে না পারলে প্রথম ধাপের আলোচনা, যা এরই মধ্যে ভ্যাটিকানে শুরু হয়েছে, সেখানে যোগ দিতে পারতেন। কিন্তু বাধ সেধেছে তার হৃদযন্ত্র।
প্যাট্রিক তার বার্তায় লিখেছেন, মঙ্গলবার থেকে ভ্যাটিকানে শুরু হওয়া কার্ডিনালদের সম্মিলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল বিদায়ী পূণ্য পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে কার্ডিনাল ভাইদের সঙ্গে মিলিত হই। কিন্তু ভ্রমণের জন্য উপযুক্ত নয় আমার হৃদযন্ত্র। আমি তার (পোপ ফ্রান্সিস) এবং অন্যদের সঙ্গে আধ্যাত্মিক যাত্রায় সহগামী হব। একইভাবে আমি সহগামী হব কলেজ অব কার্ডিনালস ও কনক্লেভ সদস্যদের সঙ্গে।
তবে নিজের অসুস্থতার এই সময়েও পোপ ফ্রান্সিসের বার্তা থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন প্যাট্রিক। লিখেছেন, ৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত আমার হৃদযন্ত্রের চিকিৎসার এই সময়ে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত যাত্রায় আমি আছি, যার উদাহরণ তিনি (পোপ ফ্রান্সিস) তৈরি করেছিলেন অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে এবং আরোগ্যলাভের সময়ে।
বাংলাদেশ সফরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত
পোপ ফ্রান্সিসতে ‘পূণ্য পিতা’ অভিহিত করে তার প্রয়াণের সংবাদ ‘খুবই যন্ত্রণার ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন কার্ডিনাল প্যাট্রিক। তিনি লিখেছেন, প্রভুর প্রজাদের সঙ্গে, আমাদের সঙ্গে যাত্রা তিনি সম্পন্ন করেছেন এবং সেই দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন উৎকৃষ্ট ধর্মউপদেশক যিশু খ্রিষ্টের উদাহরণ থেকে, যিনি তার দায়িত্ব সম্পাদন করেছেন, কষ্ট ভোগ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। পূণ্য পিতা আমাদের সঙ্গে ইস্টার পালন করেছেন এবং প্রস্থান করছেন পুনরুত্থানের পূর্ণতা নিয়ে।
প্যাট্রিক প্রার্থনা করেন, প্রভু, গির্জার জন্য আপনার ইচ্ছা ও পরিকল্পনার প্রকাশ ঘটান। পৃথিবীর এই সংকটময় পরিস্থিতিতে গির্জাকে এমনভাবে পথ দেখান, যেভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আপনার সেবক পোপ ফ্রান্সিস এবং ইস্টার দিনের বার্তায়ও সেটা জানিয়ে গেছেন।
পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত সোমবার। এরপর মঙ্গলবার থেকেই কার্ডিনালরা কনক্লেভে মিলিত হয়েছেন নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে। এই প্রক্রিয়া চলতে চলতেই শনিবার রয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। সারা বিশ্ব থেকে মানুষ যোগ দেবে সে আয়োজনে, থাকবেন বিশ্বনেতাদের বড় একটি অংশ।
এনসিপি নেতা সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো— বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামধারী কিছু নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যেভাবে আওয়ামী লীগের করা হত্যার দায় হাসিনার ওপর বর্তায়, একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের খুনের দায়ও আপনার কাঁধ
১৩ ঘণ্টা আগেআদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন মাহমুদুল হাসান মহিনের ১০ দিন, অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন একই থানার উপপরিদর্শক মো. মনির। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আদালত মাহমুদুল
১৩ ঘণ্টা আগেজাতিসংঘ বলছে, নতুন করে আরও রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বিদ্যমান সহায়তা ব্যবস্থার ওপর চরম চাপ পড়ছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের জন্য নতুন করে আগতরা অনেকাংশেই আগের রোহিঙ্গাদের ওপর নির্ভরশীল। ইতোমধ্যে দাতাগোষ্ঠী তহবিল সংকটে পড়ায় গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে।
১৪ ঘণ্টা আগেগাছের সঠিক পরিচর্যা ও বাগানের প্রতিবেশগত গুরুত্ব নিয়ে কথা বলেন কৃষিবিদ ড. মেহেদি মাসুদ। তরুপল্লবের সাধারণ সম্পাদক নিসর্গী ও লেখক মোকারম হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, বরেণ্য কার্টুনিস্ট এবং রম্যলেখক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও ভ্রমণ লেখ
১৪ ঘণ্টা আগে