অটোরিকশাচালককে মারধর, বিএনপি নেতার পদ স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১: ৩২
ছবি: সংগৃহীত

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।

সদস্যপদ স্থগিত হওয়া বিএনপি নেতার নাম গাজী রাশেদুজ্জামান মশিউর। তিনি মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।

গতকাল সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশাচালককে মারধর এবং পরে এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজনকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরের সদস্যপদ সাময়িক স্থগিতসহ তাকে দলের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তীতে তার আচার-আচরণের সংশোধনসাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশাচালককে ডাকেন মশিউর। তবে অটোরিকশাচালক যেতে না চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন মশিউর। এ সময় ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যক্তি তাদের নিবৃত্ত করতে গেলে মশিউর তাকেও মারধর করেন।

জানতে চাইলে মশিউর বলেন, ‘কয়েকদিন আগে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দিই। এ সময় পাশের একজন রিকশাওয়ালা আমার সঙ্গে কথা-কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দিই, এই পর্যন্ত-ই ঘটনা। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মশিউরকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপি নেতা-নেত্রীর পালটাপালটি জিডি, আলোচনার ঝড়

১৮ ঘণ্টা আগে

২৪ কিমি সড়কে ৩৭ পয়েন্টে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি

বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের অন্তত ৩৭টি পয়েন্টে ভূমিধস ও সড়ক দেবে গিয়ে যান চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সড়কটিকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হচ্ছেন।

২০ ঘণ্টা আগে

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল থেকে ঢাকার মিটফোর্ডে এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গুপ্তচক্রের মাধ্যমে পরিকল্পিত মব তৈরির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।

২০ ঘণ্টা আগে

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

নান্দাইল চৌরাস্তার বিক্ষোভ মিছিলটি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেশকিছু অংশ প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির কাছে এসে শেষ হয়। অন্যদিকে মুশুলি ইউনিয়নের বিক্ষোভ মিছিলটি একই মহাসড়কের মুশুলি বাজার হয়ে তারেরঘাট বাজারে শেষ হয়। উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারেও

১ দিন আগে