মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক

২৪ কিমি সড়কে ৩৭ পয়েন্টে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৩: ১৩
বর্ষা মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টি ঝরছে। তাতেই খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কটির এখন বেহাল দশা। ছবি: রাজনীতি ডটকম

বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের অন্তত ৩৭টি পয়েন্টে ভূমিধস ও সড়ক দেবে গিয়ে যান চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সড়কটিকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কটি পার্বত্য অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটি সংযোগমাধ্যম। নতুন করে নির্মাণের পর সড়কটি শুধু যোগাযোগ-ই সহজ করেনি, বরং এর প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে কাটাপাহাড়সহ একাধিক এলাকায় সড়ক দেবে গেছে এবং পাহাড় ধসে পড়েছে। এতে সড়কের বেশকিছু পয়েন্টে যান চলাচল ব্যাহত হচ্ছে। আবার সীমিত পরিসরে যেসব যানবাহন চলছে, সেগুলোকেও যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয়।

স্থানীয় ব্যবসায়ী সুইথৈই মারমা ও রফিকুল ইসলাম জানান, এই সড়ক দিয়ে মহালছড়ির কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল চট্টগ্রাম-ঢাকা অঞ্চলে পাঠানো হয়। সড়কটি ভেঙে গেলে বিকল্প পথে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বাড়বে।

Khagrachari Road 2

টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ছবি: রাজনীতি ডটকম

আগামীতে বৃষ্টির পানিতে রাস্তার আর কোনো অংশ যেন দেবে না যায়, সেজন্য স্থানীয়রা ভাঙনকবলিত স্থানে পলিটিন দিয়ে ঢেকে বালু ও কংক্রিট দিয়ে রেখেছেন। তারা জানান, মহালছড়িতে উৎপাদিত সকল কৃষিপণ্যসহ সব ধরনের মালামাল এই সড়ক দিয়ে আনা-নেওয়া করা হয়। দ্রুত স্থায়ীভাবে সড়কটি মেরামত না করলে, বৃষ্টিতে যেকোনো মুহুর্তে ধসে পড়তে পারে।

সড়কটি দিয়ে নিয়মিত চলাচলকারীরা জানান, কিছু জায়গায় পলিথিন, বালু ও কংক্রিট দিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হলেও তা যথেষ্ট নয়। স্থায়ী ও কার্যকর সংস্কার না হলে বর্ষা চলাকালীন যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

খাগড়াছড়ি ট্রাক মালিক সমিতির সভাপতি আসলাম কালু বলেন, 'বড় ক্ষতির আগেই জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার প্রয়োজন। না হলে পুরো যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।'

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রকল্পের মাধ্যমে সড়কটি টেকসইভাবে রক্ষা করা হবে।

খাগড়াছড়ির সড়কটি পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সড়কটির সংস্কার দাবি করছেন সবাই। ছবি: রাজনীতি ডটকম

খাগড়াছড়ির সড়কটি পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সড়কটির সংস্কার দাবি করছেন সবাই। ছবি: রাজনীতি ডটকম

তিনি বলেন, ‘যেহেতু এখানে ম্যাসিভ ধস হয়েছে, প্রাথমিকভাবে পাহাড় ধসের মাটি সরানো হয়েছে। তবে দীর্ঘ মেয়াদে পাহাড় ধস রোধে আমরা পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশের ভিত্তিতে কাজ করব।’

উল্লেখ্য, ২০২৩ সালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২০ ইসিবি) এই সড়কটি নির্মাণ করে। এটি শুধু স্থানীয়দের জন্য নয়, পর্যটন এবং পণ্য পরিবহনের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ ব্যবস্থা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামিনে কারামুক্ত বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম

স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

১০ ঘণ্টা আগে

চট্টগ্রামে নলকূপের গর্তে শিশু, অচেতন অবস্থায় উদ্ধার

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মিসবাহ। তার বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। সে কদলপুর ইউনিয়নের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহত ৩

স্থানীয়রা জানায়, ভোলা-৪ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল ও তার দুইভাইসহ কয়েকজন নারী কর্মীদের নিয়ে পৌরসভা ৬ নং ওয়ার্ডে সকাল ৯টার দিকে তার বাবার পক্ষে নির্বাচনি প্রচারণা চালায়। এ সময় জামায়াত ইসলামির প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দি

১১ ঘণ্টা আগে

‘আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি-রাস্তাঘাটে হেঁটে দেখুন’

পথসভায় দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।’

১৪ ঘণ্টা আগে