শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৮
শরিফ ওসমান হাদির ছোট বোন জামাই আমির হোসেন হাওলাদার। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছোট বোন জামাই আমির হোসেন হাওলাদার বলেছেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগে। তাই শাহবাগে যেন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

একই সঙ্গে হাদির কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং তার জীবনী স্কুল-কলেজের পাঠ্যসূচিতে সংযুক্ত করার দাবি জানান তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমির হোসেন।

আমির হোসেন বলেন, সারা দেশের মানুষ যেভাবে হাদিকে ভালোবাসতো, সেই ভালোবাসা এমনি এমনি সৃষ্টি হয়নি—এটি তার অর্জন। পরিবারের সবার কাছে হাদি ছিলেন অত্যন্ত স্নেহের ও আদরের। এলাকাবাসীর কাছেও তিনি ছিলেন প্রিয়।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ আমরা থামব না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাবে না। কারণ আমরা যে হাদিকে হারিয়েছি, সেই হাদির আর ৫৫ বছরে জন্ম হবে না।

দাফনের বিষয়ে আমির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকায় আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাদির লেখালেখিতে আমরা লক্ষ্য করেছি, যদি কেউ তাকে মেরে ফেলে, তাহলে তিনি তার বাবার পাশে কবর দেওয়ার কথা বলেছেন।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার পর গাছে বেঁধে আগুন

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বিবিসি বাংলাকে বলেন, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

বিএনপি নেতা এ্যানিকে চ্যালেঞ্জ করলেন জামায়াতের প্রার্থী

রেজাউল আরও বলেন, তিনি (এ্যানি) আমার বিরুদ্ধে অসত্য বিদ্বেষমূলক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একই বক্তব্য বারবার দিয়ে আসছেন। তার বক্তব্যের মধ্যে আমি হুমকি লক্ষ্য করছি। আমি তার ছোট ভাইয়ের মতো, আমি উনার কাছ থেকে রাজনীতি শিখবো।

২১ ঘণ্টা আগে

ঢাকার ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, এক নারী আহত

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

১ দিন আগে

আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের আলটিমেটাম দিলেন রাকসুর জিএস

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের অপসারণ করানো হয় নাই। নির্বাচিত বলে পুরো ১.৫ বছর স্টে করাইছেন প্রশাসন। গতকাল ১৭ ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হইছে, শুনেছি এই ডিনদের আবার সময় বাড়িয়ে দিয়েছে প্রশাসন।’

১ দিন আগে