প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা-বেজার আশিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৫: ২০
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যানর্ ‍আশিক চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আশিক চৌধুরী বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান পদে থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয় সরকার।

সপ্তাহখানেক পরে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয় আশিক চৌধুরীকে। ওই সময় থেকেই এই দুই পদে দায়িত্ব পালন করে আসছেন।

বিডা ও বেজার দায়িত্ব পাওয়ার আগে পেশাগত জীবনে আশিক ছিলেন ব্যাংকার। সবশেষ তিনি বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন সিঙ্গাপুরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক এই শিক্ষার্থী পেশাগত জীবনের বাইরে স্কাই ডাইভিংয়ে অনুরক্ত। দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে তিনি এরই মধ্যে স্কাইডাইভার হিসেবে লাইসেন্স পেয়েছেন। গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচুতে উড্ডয়নরত উড়োজাহাজ থেকে লাফ দিয়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (১৪ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫ দিন আগে

দেশ ছেড়েছেন শেখ হাসিনার চাচা শেখ কবির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে গেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। শেখ হসিনার শাসন আমলে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন তিনি।

৯ দিন আগে

চামড়া শিল্পে গত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

তিনি বলেন, গত ১৫ বছরে চামড়া শিল্পের যে অধঃপতন ঘটেছে, তা পুনরুদ্ধার এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে আমরা সারা দেশে কাজ করছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কন্ট্রোল টিমও সক্রিয় রয়েছে।

৯ দিন আগে

গত বছরের চেয়ে চামড়ার দাম বেশি : বাণিজ্য উপদেষ্টা

এ বছর কোরবানি ঈদের সময় রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০-৬৫ টাকা আর ঢাকার বাইরে ৫৫-৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। কিন্তু মৌসুমি বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না আড়তদাররা।

১০ দিন আগে