বিকাশে এখন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন গ্রাহক

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০: ১৬

বিকাশে এখন থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও বেসরকারি খাতের সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত এই ডিজিটাল ঋণসেবার পরিধি সম্প্রসারণ করা হয়েছে। এত দিন এই ঋণসেবার সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা, যা এখন বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

বুধবার (১৯ জেুন) পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিকাশ জানিয়েছে, নির্দিষ্ট যোগ্যতার গ্রাহকেরা এখন জামানতছাড়াই যেকোনো সময় বিকাশ অ্যাপ থেকে ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণের পরিমাণ নির্ধারিত হবে গ্রাহকের পূর্ববর্তী লেনদেন ও ঋণমানের ভিত্তিতে। ঋণের আবেদন ও গ্রহণ সম্পূর্ণভাবে ডিজিটাল, কাগজপত্র ছাড়াই শুধুমাত্র বিকাশ অ্যাপেই এটি সম্পন্ন করা যাবে।

২০২১ সালে সিটি ব্যাংক ও বিকাশের এই যৌথ ডিজিটাল ঋণসেবা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ গ্রাহক ৫৫ লাখ বারের বেশি ঋণ গ্রহণ করেছেন, যার আর্থিক পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঋণ পাওয়ার প্রক্রিয়াটি খুব সহজ—বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে গিয়ে গ্রাহক নিজের প্রয়োজন অনুযায়ী পরিমাণ নির্ধারণ করে ঋণের শর্তে সম্মতি দিয়ে অ্যাকাউন্টের পিন দিলে তাৎক্ষণিকভাবে টাকা বিকাশ হিসাবেই যুক্ত হয়ে যাবে।

এই ঋণ মাসিক কিস্তিতে ছয় মাসের মধ্যে পরিশোধ করা যাবে। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে, তবে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা পুরো ঋণ পরিশোধের সুযোগও থাকবে। আগাম পরিশোধে বাড়তি কোনো চার্জও নেওয়া হবে না।

বিকাশ আরও জানিয়েছে, গ্রাহকেরা নিয়মিত ‘অ্যাড মানি’, ‘সেভিংস’, ‘পেমেন্ট’ ইত্যাদি সেবা ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে এই ঋণসেবার আওতায় আসার যোগ্যতা অর্জন করতে পারবেন। কয়েক বছরের অভিজ্ঞতা ও সাফল্যের ভিত্তিতে এই ডিজিটাল ঋণ দেশের আর্থিক প্রযুক্তিসেবার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

১ দিন আগে

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) দেশের সকল ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

১ দিন আগে

কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা

এ দিন সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানও কার্যালয়ে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। তাকে অপসারণের দাবিতেই এত দিন আন্দোলন করছিলেন এনবিআর কর্মকর্তারা।

২ দিন আগে

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজ রবিবারও চলছে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন তারা। এতে

২ দিন আগে