প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি

ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, নেপথ্যে শেখ হাসিনার উসকানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪১
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেয় ছাত্র-জনতা। এর আগে ভাঙচুর চালানো হয় বাড়িটিতে। ছবি: রাজনীতি ডটকম

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সঙ্গে এ ঘটনার নেপথ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যকেই দায়ী মনে করছে দপ্তরটি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরে।

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে বুধবার রাতে ওই বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিতে শুরু করে ছাত্র-জনতা। বাড়িটি ভাঙার কাজ বৃহস্পতিবার বিকেল পর্যন্তও চলছিল।

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা শেখ হাসিনার বুধবার রাতে ফেসবুক লাইভে এসে ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই বাড়িটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ছাত্রনেতারা।

প্রেস উইং বিবৃতিতে বলছে, গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো আক্রমণ, ধংসযজ্ঞ হয়নি। গতকাল (বুধবার) রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ আছে। একটি অংশ হলো— জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহিদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন।

Vandalism At Dhanmondi 32 House 05-02-2025 (3)

বুধবার রাতে আগুনে পুড়ছে ধানমিন্ড ৩২ নম্বর বাড়ি। ছবি: রাজনীতি ডটকম

বক্তব্যের আরেক অংশ তুলে ধরে বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি-ধমকির সুরে জুলাই গণঅভ্যুত্থানকে, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি-ধমকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা তৈরির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে।

গ্রেপ্তারি পরোয়ানা থাকা মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব বলেও মনে করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না।

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকাজ পুরোদমে এগিয়ে চলছে উল্লেখ করে প্রেস উইং বলছে, এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উসকানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে।

আরও পড়ুন-

চট্টগ্রামেও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হানিফের কুষ্টিয়ার বাড়ি

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, চলছে ভাঙচুর

শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধাসনদেও আগুন

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার ‘শেখ বাড়ি’

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে ছাত্র-জনতার আগুন

শেখ হাসিনার উসকানিতে ৩২ নম্বরের ঘটনা: পররাষ্ট্র উপদেষ্টা

রাবিতে বঙ্গবন্ধু হলের নামফলক ভাঙচুর, ‘বিজয়-২৪ হল’ নামকরণ

বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘সেরনিয়াবাত ভবন’, ভাঙা পড়বে আমুর বাড়ি

শেখ হাসিনার রাজনৈতিক পদক্ষেপের জন্য ভারত দায়ী থাকবে: উপদেষ্টা নাহিদ

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান হতে হবে’

বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান।

২১ ঘণ্টা আগে

তাজউদ্দীনের জন্ম শতবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তাজউদ্দীন পরিবার। এ সময় পরিবারের পক্ষ থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়।

২১ ঘণ্টা আগে

নির্বাচন ভণ্ডুল করার পাঁয়তারা চলছে: ওয়ার্কার্স পার্টি

১ দিন আগে

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন

সরকারের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘নির্বাচন বিলম্বিত করতে যে ষড়যন্ত্র চলছে, তা যেন প্রশ্রয় না পায়। জনগণের মনে যাতে এ প্রশ্ন না জাগে যে সরকার কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতে চাইছে।’

১ দিন আগে