ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, চলছে ভাঙচুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে ছাত্র-জনতা। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র-জনতা। বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার পর ভেতরেও ভাঙচুর চালাচ্ছেন তারা। বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষেও চলছে ভাঙচুর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা স্লোগান দিতে দিতে ধানমন্ডিতে ৩২ নম্বর বাড়িটিতে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালানোর সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান শোনা গেছে।

Vandalism At Dhanmondi 32 House 05-02-2025 (2)

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র-জনতা। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনও ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়িতে আগুনও দেওয়া হয়। জাদুঘর থেকে সেদিনেই বাড়িটি পরিণত হয় পোড়োবাড়িতে।

আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস পূরণ হয়েছে আজ বুধবার। ছয় মাস আগে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার আজ রাতে দেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো পাবলিক অনুষ্ঠান হওয়ার কথা।

আরও পড়ুন-

লাইভ অনুষ্ঠানে আসছেন শেখ হাসিনা

গতকাল মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য দেওয়ার কথা জনানো হয়। বলা হয়, তাদের পেজে শেখ হাসিনার এই বক্তব্য সরাসরি প্রচার করা হবে।

এ ঘোষণার পরপরই শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দিলে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলে’র ঘোষণা দেন অনেকে। ক্রমেই এ ঘোষণা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা সেই ভাষণ দেওয়ার আগেই ৩২ নম্বর বাড়িটিতে ভাঙচুর চালানো হলো।

আরও পড়ুন-

পতনের ৬ মাস, কার্যক্রমে ফেরার প্রয়াসে আ. লীগ

হাসিনার ভাষণের সময় অভ্যুত্থানের ছবি-ভিডিও প্রদর্শন বৈষম্যবিরোধীদের

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি আসনভিত্তিক একক প্রার্থীর তালিকা চূড়ান্তের পথে

১৬ ঘণ্টা আগে

ডিসেম্বরে নতুন আমির নির্বাচন করবে জামায়াত

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন থাকায় প্রশ্ন উঠেছিল, জামায়াতে ইসলামী বর্তমান নেতৃত্ব নিয়েই সে নির্বাচনে অংশ নেবে কি না। তবে দলের নীতিনির্ধারণী সংস্থাগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, দলের গঠনতন্ত্রকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেই নতুন নেতৃত্ব উঠে আসবে। সে নেতৃত্বের অধীনেই জ

১৮ ঘণ্টা আগে

ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: পার্থ

১ দিন আগে

শাপলা না পেলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ না পায়, তাহলে কঠোর আন্দোলনে যাবে এবং প্রয়োজন হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার মতো কর্মসূচি দেওয়া হতে পারে—হুঁশিয়ারি দিয়েছেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

২ দিন আগে