বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার ‘শেখ বাড়ি’

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ০১
বুধবার রাতে ছাত্র-জনতা বুলডোজার দিয়ে খুলনার শেখ বাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করে। ছবি: সংগৃহীত

খুলনায় ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা। খুলনা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে ওই বাড়িটি গুঁড়িয়ে দিতে। এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের সময়ও ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা ঘোষণা দিয়ে ওই বাড়িতে ভাঙচুর চালান। সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় ছাত্র-জনতাকে।

খুলনা শহরের শেরেবাংলা রোডের দোতলা বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল সেখানে থাকতেন। শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুন-

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, চলছে ভাঙচুর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন দেয় ছাত্র-জনতা। পরদিন ৫ আগস্ট সেখানে ভাঙচুর চালানো হয়, আবার আগুন দেওয়া হয়। বাড়ির মালামালও লুটপাট করা হয়। বাড়িটির অবকাঠামোটুকুই টিকে ছিল এতদিন। বুধবার সেটিও ভেঙে ফেলা হচ্ছে।

নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেবেন— মঙ্গলবার রাতে ছাত্রলীগের ফেসবুক পেজে এ খবর জানিয়ে পোস্ট করার পর থেকেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘোষণা আসে শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে।

বুধবার রাত সোয়া ৯টার দিকে শেখ হাসিনা সেই বক্তব্য দিতে শুরু করেন। তবে এর আগেই রাত ৮টার দিকে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিরে ফটক ভেঙে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে। এর ঘণ্টাখানেক পরই খুলনায় শেখ বাড়িতে ভাঙচুর শুরু হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জের ঘটনা 'অশনি সংকেত', বিএনপি-জামায়াতসহ অন্যদের উদ্বেগ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সহিংতা ও হতাহতের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

১০ ঘণ্টা আগে

সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া জামায়াতের

রাজধানী ঢাকায় আগামীকাল শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠেয় সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

১৩ ঘণ্টা আগে

গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল

নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

১ দিন আগে