ডেস্ক, রাজনীতি ডটকম
আমরা প্রতিদিন নানা কাজে মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্রাউজ করি, বিভিন্ন অ্যাপ চালাই, ছবি-ভিডিও দেখি কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই। এত ব্যবহার করতে গিয়ে ফোনে অনেক ধরনের অস্থায়ী ফাইল জমে যায়, যেগুলোকে বলা হয় ক্যাশ মেমোরি। এই ক্যাশ মূলত এক ধরনের অস্থায়ী ডেটা, যা অ্যাপ বা ওয়েবসাইট দ্রুত খুলতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যখন ইউটিউব বা ফেসবুক খুলেন, তখন এর লোগো, ছবি বা কিছু ডেটা ফোনে আগেই জমা থাকে। তাই পরের বার খুললে সেটা দ্রুত লোড হয়। কিন্তু সমস্যা হলো, সময়ের সঙ্গে সঙ্গে এই ক্যাশ জমতে জমতে ফোনকে ধীর করে ফেলে।
ফোন ধীর হয়ে গেলে আমরা অনেক সময় ভাবি ফোন হয়তো পুরনো হয়ে গেছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয় জমে থাকা ক্যাশ ফাইলের জন্য। এগুলো মুছে ফেললে ফোন আবার অনেকটা দ্রুত হয়ে যায়। শুধু তাই নয়, এতে ফোনের স্টোরেজও কিছুটা খালি হয়, ফলে নতুন অ্যাপ বা ছবি রাখার জায়গা পাওয়া যায়।
এখন প্রশ্ন হলো, কীভাবে মোবাইলের ক্যাশ ডিলিট করবেন? খুব সহজ কিছু ধাপ আছে। প্রথমে ফোনের সেটিংস-এ যান। সেখানে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস নামে যে অপশন আছে সেটা খুলুন। এখানে আপনি ফোনে ইনস্টল করা সব অ্যাপ দেখতে পাবেন। যেকোনো একটি অ্যাপ নির্বাচন করে স্টোরেজ-এ ক্লিক করলে দেখা যাবে ক্যাশ ডেটা বা ক্লিয়ার ক্যাশ অপশন। সেখানে চাপ দিলেই সেই অ্যাপের ক্যাশ মুছে যাবে। অনেক ফোনে আবার আলাদা স্টোরেজ সেটিংস-এ গিয়ে ক্যাশড ডেটা একসাথে মুছে ফেলা যায়। তবে খেয়াল রাখতে হবে, ক্যাশ মুছে ফেললে কোনো ব্যক্তিগত ডেটা বা ছবি মুছে যায় না। শুধু অ্যাপটি প্রথমবার খুলতে সামান্য সময় বেশি লাগতে পারে, কারণ সেটিকে আবার নতুন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়।
এখন অনেকেই ভাবতে পারেন, ক্যাশ কি নিয়মিত মুছে ফেলা দরকার? বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন মুছে ফেলার দরকার নেই। কিন্তু যখন ফোন অকারণে ধীর হয়ে যায়, তখন ক্যাশ মুছে ফেলা কার্যকর সমাধান হতে পারে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স গবেষক ড. কেটি মরিসন এই বিষয়ে বলেছেন—“ক্যাশ মেমোরি আসলে ফোনকে দ্রুত করতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত জমে গেলে তা উল্টো প্রভাব ফেলে। তাই ব্যবহারকারীদের উচিত কয়েক সপ্তাহ পরপর এটি পরিষ্কার করা।”
আবার কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর টেক বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল হেন্ডারসন বলেন—“ক্যাশ মুছে ফেললে ফোনের কর্মক্ষমতা বাড়ে, ব্যাটারিও কম খরচ হয়। কারণ অপ্রয়োজনীয় ডেটা থাকলে ফোনের প্রসেসরকে সেটি বারবার সামলাতে হয়, যা শক্তি খরচ বাড়ায়।”
বাংলাদেশের অনেক ব্যবহারকারী মনে করেন, ক্যাশ মুছে ফেললে হয়তো অ্যাপ নষ্ট হয়ে যাবে বা ডেটা হারিয়ে যাবে। কিন্তু আসলে এমন কিছু ঘটে না। বরং এটা করা উচিত ফোনকে হালকা ও দ্রুত রাখতে।
তবে একটি বিষয় মাথায় রাখা দরকার—বারবার ক্যাশ মুছে ফেলা খুব বেশি দরকার নেই। কারণ ক্যাশের মূল কাজই হলো অ্যাপকে দ্রুত লোড করা। তাই সেটি কিছুদিন জমে থাকলে ক্ষতি নেই। কিন্তু কয়েক সপ্তাহ বা মাস পরে যদি ফোন ধীর হয়ে যায়, তখন একবার ক্যাশ ক্লিয়ার করলে ফোন আবার নতুনের মতো সচল হয়ে ওঠে।
সব মিলিয়ে বলা যায়, মোবাইল ফোনের ক্যাশ মেমোরি ডিলিট করা খুব জটিল কাজ নয়। নিয়মিত না হলেও, অন্তত সময় সময় এটি করলে ফোন থাকবে দ্রুত, স্টোরেজ থাকবে ফাঁকা আর ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে অনেক মসৃণ। আজকাল স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গী। তাই সেটিকে যত্ন নেওয়ার দায়িত্বও আমাদের। আর সেই যত্নের সহজ উপায়গুলির একটি হলো ক্যাশ মেমোরি ডিলিট করা।
সূত্র: পপুলার মেকানিকস
আমরা প্রতিদিন নানা কাজে মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্রাউজ করি, বিভিন্ন অ্যাপ চালাই, ছবি-ভিডিও দেখি কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই। এত ব্যবহার করতে গিয়ে ফোনে অনেক ধরনের অস্থায়ী ফাইল জমে যায়, যেগুলোকে বলা হয় ক্যাশ মেমোরি। এই ক্যাশ মূলত এক ধরনের অস্থায়ী ডেটা, যা অ্যাপ বা ওয়েবসাইট দ্রুত খুলতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যখন ইউটিউব বা ফেসবুক খুলেন, তখন এর লোগো, ছবি বা কিছু ডেটা ফোনে আগেই জমা থাকে। তাই পরের বার খুললে সেটা দ্রুত লোড হয়। কিন্তু সমস্যা হলো, সময়ের সঙ্গে সঙ্গে এই ক্যাশ জমতে জমতে ফোনকে ধীর করে ফেলে।
ফোন ধীর হয়ে গেলে আমরা অনেক সময় ভাবি ফোন হয়তো পুরনো হয়ে গেছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয় জমে থাকা ক্যাশ ফাইলের জন্য। এগুলো মুছে ফেললে ফোন আবার অনেকটা দ্রুত হয়ে যায়। শুধু তাই নয়, এতে ফোনের স্টোরেজও কিছুটা খালি হয়, ফলে নতুন অ্যাপ বা ছবি রাখার জায়গা পাওয়া যায়।
এখন প্রশ্ন হলো, কীভাবে মোবাইলের ক্যাশ ডিলিট করবেন? খুব সহজ কিছু ধাপ আছে। প্রথমে ফোনের সেটিংস-এ যান। সেখানে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস নামে যে অপশন আছে সেটা খুলুন। এখানে আপনি ফোনে ইনস্টল করা সব অ্যাপ দেখতে পাবেন। যেকোনো একটি অ্যাপ নির্বাচন করে স্টোরেজ-এ ক্লিক করলে দেখা যাবে ক্যাশ ডেটা বা ক্লিয়ার ক্যাশ অপশন। সেখানে চাপ দিলেই সেই অ্যাপের ক্যাশ মুছে যাবে। অনেক ফোনে আবার আলাদা স্টোরেজ সেটিংস-এ গিয়ে ক্যাশড ডেটা একসাথে মুছে ফেলা যায়। তবে খেয়াল রাখতে হবে, ক্যাশ মুছে ফেললে কোনো ব্যক্তিগত ডেটা বা ছবি মুছে যায় না। শুধু অ্যাপটি প্রথমবার খুলতে সামান্য সময় বেশি লাগতে পারে, কারণ সেটিকে আবার নতুন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়।
এখন অনেকেই ভাবতে পারেন, ক্যাশ কি নিয়মিত মুছে ফেলা দরকার? বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন মুছে ফেলার দরকার নেই। কিন্তু যখন ফোন অকারণে ধীর হয়ে যায়, তখন ক্যাশ মুছে ফেলা কার্যকর সমাধান হতে পারে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স গবেষক ড. কেটি মরিসন এই বিষয়ে বলেছেন—“ক্যাশ মেমোরি আসলে ফোনকে দ্রুত করতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত জমে গেলে তা উল্টো প্রভাব ফেলে। তাই ব্যবহারকারীদের উচিত কয়েক সপ্তাহ পরপর এটি পরিষ্কার করা।”
আবার কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর টেক বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল হেন্ডারসন বলেন—“ক্যাশ মুছে ফেললে ফোনের কর্মক্ষমতা বাড়ে, ব্যাটারিও কম খরচ হয়। কারণ অপ্রয়োজনীয় ডেটা থাকলে ফোনের প্রসেসরকে সেটি বারবার সামলাতে হয়, যা শক্তি খরচ বাড়ায়।”
বাংলাদেশের অনেক ব্যবহারকারী মনে করেন, ক্যাশ মুছে ফেললে হয়তো অ্যাপ নষ্ট হয়ে যাবে বা ডেটা হারিয়ে যাবে। কিন্তু আসলে এমন কিছু ঘটে না। বরং এটা করা উচিত ফোনকে হালকা ও দ্রুত রাখতে।
তবে একটি বিষয় মাথায় রাখা দরকার—বারবার ক্যাশ মুছে ফেলা খুব বেশি দরকার নেই। কারণ ক্যাশের মূল কাজই হলো অ্যাপকে দ্রুত লোড করা। তাই সেটি কিছুদিন জমে থাকলে ক্ষতি নেই। কিন্তু কয়েক সপ্তাহ বা মাস পরে যদি ফোন ধীর হয়ে যায়, তখন একবার ক্যাশ ক্লিয়ার করলে ফোন আবার নতুনের মতো সচল হয়ে ওঠে।
সব মিলিয়ে বলা যায়, মোবাইল ফোনের ক্যাশ মেমোরি ডিলিট করা খুব জটিল কাজ নয়। নিয়মিত না হলেও, অন্তত সময় সময় এটি করলে ফোন থাকবে দ্রুত, স্টোরেজ থাকবে ফাঁকা আর ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে অনেক মসৃণ। আজকাল স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গী। তাই সেটিকে যত্ন নেওয়ার দায়িত্বও আমাদের। আর সেই যত্নের সহজ উপায়গুলির একটি হলো ক্যাশ মেমোরি ডিলিট করা।
সূত্র: পপুলার মেকানিকস
কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালোর আর নেই। ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ ডন শেঠির ভূমিকায় অভিনয় করে যিনি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন, সেই জনপ্রিয় অভিনেতা সোমবার (২৫ আগস্ট) ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
৬ ঘণ্টা আগেসময় প্রতিদিন আসে ঋণদাতার বেশে, ক্যালেন্ডারের পাতায় লিখে যায় তাগিদ: আজও বেঁচে আছ, কালও বাঁচতে হবে— কিন্তু কোথা থেকে আনবে আলো,
১ দিন আগেসোনা আসলে এক ধরনের ‘নোবেল মেটাল’। নোবেল মেটাল বলতে বোঝায় এমন ধাতু, যা সাধারণ পরিবেশে খুব সহজে অক্সিজেন, পানি বা অ্যাসিডের সঙ্গে প্রতিক্রিয়ায় যায় না। সোনার বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত স্থিতিশীল। সোনার পরমাণুগুলো এমনভাবে সাজানো যে, বাইরের অক্সিজেন বা আর্দ্রতা সহজে এর সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হতে পার
১ দিন আগেঘাড়ের কালো দাগ অনেক সময়ই ধুলোবালি, ঘাম বা ঠিকমতো পরিষ্কার না করার কারণে দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে এটি হরমোনের পরিবর্তন, স্থূলতা বা ডায়াবেটিসের মতো রোগের লক্ষণও হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঘাড়ের কালো দাগকে অনেক সময় Acanthosis Nigricans বলা হয়। এটি এমন এক অবস্থা যেখানে ঘাড়ের চামড়া মোটা ও কালচ
১ দিন আগে