আবু হেনা তিমু
শহরের ভিড়ে হাঁটি আমি নিঃসঙ্গ পথিক,
বিজ্ঞাপনের আলো, ক্লান্ত রিকশার ঘণ্টাধ্বনি,
সবাই যেন ঠেলে দেয় দূরের সীমান্তে—
যেখানে আর কোনো সাড়া নেই,
শুধু নীরবতার গহ্বর।
সময় প্রতিদিন আসে ঋণদাতার বেশে,
ক্যালেন্ডারের পাতায় লিখে যায় তাগিদ:
আজও বেঁচে আছ, কালও বাঁচতে হবে—
কিন্তু কোথা থেকে আনবে আলো,
কোথা থেকে আনবে নিঃশ্বাসের খোরাক?
মানুষেরা ব্যস্ত নিজেদের আয়নায়—
পুত্রের চোখে দহন,
পুত্রবধূর ঠোঁটে শীতল অভিযোগ,
নাতনির কণ্ঠে অপূর্ণতার ছায়া।
আমি তাদের পাশে থেকেও অচেনা,
যেন নিভে যাওয়া প্রদীপের নিস্তেজ সলতে।
তবুও সন্ধ্যা নামে—
আকাশে ধূসরতা মিশে যায় নদীর ডাকে।
বাসায় মোবাইল রেখে প্রতিদিন
ধলেশ্বরীর পারে গিয়ে দাঁড়াই,
জলে মুখ ডুবিয়ে শান্তি খুঁজি।
প্রতিদিন নদী আমাকে ফেরায়,
কানে কানে বলে দেয়—
এখনো তোমার সময় হয়নি।
আমি ফিরে আসি,
শহরের নরকযন্ত্রণা, দোকানদারের তাগাদা,
বাড়িওলার গালি, মানুষের শূন্যতা—
সব কোলাহল নিয়ে আবার বেঁচে থাকি।
কিন্তু অন্তরে জানি,
একদিন মেঘনা ডেকে নেবে আপন করে—
বলবে, আর ফেরাবো না তোমায়।
তখন ভেসে যাব নীল অন্ধকারে,
সময়ের কাঁটা থেমে যাবে সেখানে,
মানুষের সকল অনুযোগ হারাবে,
থাকবে শুধু শূন্য সমুদ্রের মতো নিস্তব্ধতা,
যেখানে আমি এক বিন্দু হয়ে মিলিয়ে যাব
চিরকালের অসীমের ভেতর।
শহরের ভিড়ে হাঁটি আমি নিঃসঙ্গ পথিক,
বিজ্ঞাপনের আলো, ক্লান্ত রিকশার ঘণ্টাধ্বনি,
সবাই যেন ঠেলে দেয় দূরের সীমান্তে—
যেখানে আর কোনো সাড়া নেই,
শুধু নীরবতার গহ্বর।
সময় প্রতিদিন আসে ঋণদাতার বেশে,
ক্যালেন্ডারের পাতায় লিখে যায় তাগিদ:
আজও বেঁচে আছ, কালও বাঁচতে হবে—
কিন্তু কোথা থেকে আনবে আলো,
কোথা থেকে আনবে নিঃশ্বাসের খোরাক?
মানুষেরা ব্যস্ত নিজেদের আয়নায়—
পুত্রের চোখে দহন,
পুত্রবধূর ঠোঁটে শীতল অভিযোগ,
নাতনির কণ্ঠে অপূর্ণতার ছায়া।
আমি তাদের পাশে থেকেও অচেনা,
যেন নিভে যাওয়া প্রদীপের নিস্তেজ সলতে।
তবুও সন্ধ্যা নামে—
আকাশে ধূসরতা মিশে যায় নদীর ডাকে।
বাসায় মোবাইল রেখে প্রতিদিন
ধলেশ্বরীর পারে গিয়ে দাঁড়াই,
জলে মুখ ডুবিয়ে শান্তি খুঁজি।
প্রতিদিন নদী আমাকে ফেরায়,
কানে কানে বলে দেয়—
এখনো তোমার সময় হয়নি।
আমি ফিরে আসি,
শহরের নরকযন্ত্রণা, দোকানদারের তাগাদা,
বাড়িওলার গালি, মানুষের শূন্যতা—
সব কোলাহল নিয়ে আবার বেঁচে থাকি।
কিন্তু অন্তরে জানি,
একদিন মেঘনা ডেকে নেবে আপন করে—
বলবে, আর ফেরাবো না তোমায়।
তখন ভেসে যাব নীল অন্ধকারে,
সময়ের কাঁটা থেমে যাবে সেখানে,
মানুষের সকল অনুযোগ হারাবে,
থাকবে শুধু শূন্য সমুদ্রের মতো নিস্তব্ধতা,
যেখানে আমি এক বিন্দু হয়ে মিলিয়ে যাব
চিরকালের অসীমের ভেতর।
কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালোর আর নেই। ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ ডন শেঠির ভূমিকায় অভিনয় করে যিনি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন, সেই জনপ্রিয় অভিনেতা সোমবার (২৫ আগস্ট) ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
৬ ঘণ্টা আগেসোনা আসলে এক ধরনের ‘নোবেল মেটাল’। নোবেল মেটাল বলতে বোঝায় এমন ধাতু, যা সাধারণ পরিবেশে খুব সহজে অক্সিজেন, পানি বা অ্যাসিডের সঙ্গে প্রতিক্রিয়ায় যায় না। সোনার বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত স্থিতিশীল। সোনার পরমাণুগুলো এমনভাবে সাজানো যে, বাইরের অক্সিজেন বা আর্দ্রতা সহজে এর সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হতে পার
১ দিন আগেঘাড়ের কালো দাগ অনেক সময়ই ধুলোবালি, ঘাম বা ঠিকমতো পরিষ্কার না করার কারণে দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে এটি হরমোনের পরিবর্তন, স্থূলতা বা ডায়াবেটিসের মতো রোগের লক্ষণও হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঘাড়ের কালো দাগকে অনেক সময় Acanthosis Nigricans বলা হয়। এটি এমন এক অবস্থা যেখানে ঘাড়ের চামড়া মোটা ও কালচ
১ দিন আগে