চলে গেলেন ‘কেজিএফ’-এর ডন দিনেশ মাঙ্গালোর

বিনোদন ডেস্ক

কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালোর আর নেই। ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ ডন শেঠির ভূমিকায় অভিনয় করে যিনি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন, সেই জনপ্রিয় অভিনেতা সোমবার (২৫ আগস্ট) ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দিনেশ মাঙ্গালোর সম্প্রতি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। শুটিং চলাকালীন সময়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রাথমিকভাবে তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুটা সুস্থতাও ফিরে পান। তবে সপ্তাহখানেক পর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তার মরদেহ উডুপিতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য তার মরদেহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর সুমনাহল্লি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দিনেশ মাঙ্গালোর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’ এবং ‘কিরিক পার্টি’। তবে ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ তার অভিনীত বোম্বের ডন শেঠির চরিত্রটি তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয়।

ব্যক্তিজীবনে দিনেশ মাঙ্গালোর ছিলেন দুই সন্তানের জনক। তার মৃত্যুতে কন্নড় সিনেমা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

হার্নিয়া সার্জারি নিয়ে কিছু কথা

৬ ঘণ্টা আগে

তবুও সন্ধ্যা নামে

সময় প্রতিদিন আসে ঋণদাতার বেশে, ক্যালেন্ডারের পাতায় লিখে যায় তাগিদ: আজও বেঁচে আছ, কালও বাঁচতে হবে— কিন্তু কোথা থেকে আনবে আলো,

১ দিন আগে

স্বর্ণে মরিচা পড়ে না কেন?

সোনা আসলে এক ধরনের ‘নোবেল মেটাল’। নোবেল মেটাল বলতে বোঝায় এমন ধাতু, যা সাধারণ পরিবেশে খুব সহজে অক্সিজেন, পানি বা অ্যাসিডের সঙ্গে প্রতিক্রিয়ায় যায় না। সোনার বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত স্থিতিশীল। সোনার পরমাণুগুলো এমনভাবে সাজানো যে, বাইরের অক্সিজেন বা আর্দ্রতা সহজে এর সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হতে পার

১ দিন আগে

ঘাড়ের কালো দাগ দূর করার উপায়

ঘাড়ের কালো দাগ অনেক সময়ই ধুলোবালি, ঘাম বা ঠিকমতো পরিষ্কার না করার কারণে দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে এটি হরমোনের পরিবর্তন, স্থূলতা বা ডায়াবেটিসের মতো রোগের লক্ষণও হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঘাড়ের কালো দাগকে অনেক সময় Acanthosis Nigricans বলা হয়। এটি এমন এক অবস্থা যেখানে ঘাড়ের চামড়া মোটা ও কালচ

১ দিন আগে