সিরিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০২ মে ২০২৫, ১২: ৫৮
অস্ত্র হাতে একটি চেকপোস্টের পাহারায় দ্রুজ সৈন্যরা। ছবি: এপি

সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ায় কদিন ধরে সুন্নি বন্দুকধারী ও দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর এ হামলার ঘটনা ঘটল।

ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, শুক্রবার (২ মে) ভোরে ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে। হামলায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত মেলেনি।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত রাতে দামেস্কের প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েল হামলা চালিয়েছে। এটি সিরিয়ার সরকারের প্রতি স্পষ্ট বার্তা— আমরা দামেস্কের দক্ষিণে (সিরিয়ার) বাহিনী মোতায়েন করতে দেবো না। দ্রুজ সম্প্রদায়ের জন্যও আমরা কোনো হুমকি হতে দেবো না।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার এ পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিভক্ত অবস্থা থেকে দেশ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সতর্ক করে দিয়েছিল, সিরিয়া কর্তৃপক্ষ দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হলে তারা হস্তক্ষেপ করবে।

দ্রুজ সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী, যারা ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ইসলামের একটি শাখা হিসেবে বিবেচিত। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মবিশ্বাসের অনুসারীদের বসবাস রয়েছে।

গত সপ্তাহে দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হন। খবরে বলা হয়, দামেস্কের নিকটবর্তী সাহনায়াহ এলাকায় বসাবাসরত ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল। এই অঞ্চলটিতে দ্রুজ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন।

ওই সংঘর্ষের জের হিসেবে বুধবার দামেস্কের উপকণ্ঠে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলাকে ‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ’ অভিহিত করে নিন্দা জানিয়েছিল সিরিয়া, যদিও সে বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। তবে বিবৃতিতে দ্রুজসহ সিরিয়ার সব সম্প্রদায় ও গোষ্ঠীর সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

শুক্রবার প্রেসিডেন্ট ভবনের কাছের হামলা নিয়ে অবশ্য সিরিয়া কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উসকে দিতে পারে। একই সঙ্গে এটি সিরিয়ার ভেতরের রাজনৈতিক জটিলতা ও বিভক্তিকেও আরও প্রকট করতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর আর্থিক নিষেধাজ্ঞা বহুদিন ধরে বলবৎ ছিল। এর অনেকগুলো ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধেরও আগে থেকে আরোপিত।

১২ ঘণ্টা আগে

সার্ক যেভাবে গঠিত হয়েছিল

সার্কের সূচনার পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি, নানা রাজনৈতিক সমঝোতা এবং কিছু সাহসী কূটনৈতিক উদ্যোগ।

১ দিন আগে

'ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না'

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে দাবি করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি। তিনি বলেন, পরমাণু অস্ত্রবিস্তাররোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত।

১ দিন আগে

বাংলাদেশকে নিয়ে সার্কের বিকল্প জোট গঠন করছে পাকিস্তান-চীন

বাংলাদেশকে সঙ্গে নিয়ে সার্কের বিকল্প জোট তৈরির উদ্যোগ নিয়েছে পাকিস্তান ও চীন। এ বিষয়ে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। দুই পক্ষই মনে করছে, আঞ্চলিক সংহতি ও যোগাযোগ বাড়ানোর জন্য এখনই একটি নতুন সংগঠন তৈরি করা জরুরি।

১ দিন আগে