Ad
যানজট
অবৈধ থ্রি-হুইলার অটোরিকশায় শ্বাসরুদ্ধ নগরজীবন: প্রয়োজন কঠোর অভিযান

রাজধানী ঢাকাসহ দেশের মহানগর, জেলা ও উপজেলা সদর আজ এক অভূতপূর্ব সড়ক সংকটে পড়েছে। অবৈধ ব্যাটারিচালিত তিনচাকার অটোরিকশা, ইলেকট্রিক হাইব্রিড থ্রি-হুইলার, ইঞ্জিন বসানো রিকশা, নসিমন-করিমন ও স্থানীয়ভাবে পরিবর্তিত অসংখ্য রোড-অযোগ্য যানবাহন নগর ও উপনগর সড়ক কার্যত দখল করে নিচ্ছে।

১০ দিন আগে