জাহানারার অভিযোগে নাম, বিসিবির ৪ কর্মকর্তা ওএসডি

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগে উঠে আসা অন্তত চার কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ঘটনায় বিসিবির একটি তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন— বিসিবির অফিশিয়াল ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ, ফিজিও সুরাইয়া আখতার, কোচ মাহমুদ ইমন ও অফিশিয়াল সরফরাজ বাবু।

এদিকে এ ঘটনায় বিসিবি শনিবার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরও দুজনকে— বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, কেবল জাহানারা আলমের তোলা অভিযোগ নয়, সাম্প্রতিক সময়ে নারী দলের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে এই কমিটিকে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় দাপুটে জয়ে এগিয়ে গেল ভারত

ভারতের শুরুটা ছিল দারুণ। ১৪.১ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২১ রান। টপ অর্ডারে অভিষেক শর্মা ২৮, শুভমান গিল ৪৬, শিভম দুবে ২২ এবং সূর্যকুমার যাদব ২০ রান করেন। কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় প্রত্যাশিত বড় স্কোর পায়নি সফরকারীরা। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর (১২) এবং অক্ষর প্যাটেলের (২১) ব্যাটে পায়

৩ দিন আগে

পদত্যাগ করলেন সালাহউদ্দিন

৪ দিন আগে

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

গ্রামীণফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে কাজ করেছেন তিনি। যুক্ত ছিলেন দেশের ক্রীড়াঙ্গনেও। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন তিনি।

৬ দিন আগে

আফ্রিকার স্বপ্নভঙ্গ, মেয়েদের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

তৃতীয়বারের চেষ্টায় শেষ পর্যন্ত সফল ভারত। অন্যদিকে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও ফাইনালে গিয়ে শিরোপাবঞ্চিত দক্ষিণ আফ্রিকা। তাদের ৫২ রানে হারিয়ে তাই নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের গৌরব অর্জন করল ভারত।

৭ দিন আগে