
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভূমিকম্পে নরসিংদীর পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাবতলীতে দেয়াল ধসে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়াল ছয়জনে। এ ছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এর আগে ঢাকার বংশালে এক ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে প্রাণ হারিয়েছে এক শিশু।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, নরসিংদদীর মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পে পলাশে মালিতা গ্রামে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছেন। এ ছাড়া নরসিংদীর গাবতলীতে বাসার ধসে পড়া দেয়ালে চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে ভূমিকম্পের পর রাজধানীর বংশালের কসাইটুলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হন। তারা হলেন— সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পে একটি ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোতে হাসপাতালে আহত রোগীর চাপ বেড়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ জন, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন, একই জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ জন, নরসিংদী জেলা হাসপাতাল ৪৫ জন ও ১০০ শয্যা হাসপাতালে ১০ জন আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমিকম্পে নরসিংদীর পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাবতলীতে দেয়াল ধসে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়াল ছয়জনে। এ ছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এর আগে ঢাকার বংশালে এক ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে প্রাণ হারিয়েছে এক শিশু।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, নরসিংদদীর মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পে পলাশে মালিতা গ্রামে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছেন। এ ছাড়া নরসিংদীর গাবতলীতে বাসার ধসে পড়া দেয়ালে চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে ভূমিকম্পের পর রাজধানীর বংশালের কসাইটুলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হন। তারা হলেন— সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পে একটি ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোতে হাসপাতালে আহত রোগীর চাপ বেড়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ জন, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন, একই জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ জন, নরসিংদী জেলা হাসপাতাল ৪৫ জন ও ১০০ শয্যা হাসপাতালে ১০ জন আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদীপক্ষের আপত্তি শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
১৭ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে। জালিয়াতি ও প্রক্সি রোধে কঠোর অবস্থানের পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৭ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল।
১৭ ঘণ্টা আগে
আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি।
১৮ ঘণ্টা আগে