নতুন তিন উপদেষ্টার অপসারণ দাবিতে রাজশাহীতে একাই ‘পদযাত্রা’ মহিলা দল নেত্রীর

রাজশাহী ব্যুরো

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে একাই রাজশাহীর রাস্তায় নেমে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। আজ মঙ্গলবার দুপুরে নগরের সাহেববাজার এলাকায় গলায় ব্যানার নিয়ে একাই হাঁটতে দেখা যায় তাঁকে। এসময় জুতার বেস্টনিতে ঘেরা নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি সম্বলিত ব্যানার গলায় ঝুলিয়ে রাখেন তিনি।

ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’ ব্যানারটি নিয়ে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি। সাধারণ মানুষের মাঝে প্রদর্শন শেষে বড় মসজিদ চত্বরে আগুন জ্বালিয়ে ব্যানারটি পুড়িয়ে ফেলেন তিনি।

এ সময় মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘গত ৫ আগস্ট স্বাধীনতা অর্জন করেছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয়। কিন্তু ফারুকীসহ নতুন তিন উপদেষ্টা আওয়ামী লীগের দোষর। তাদের আমরা দেখতে চাই না।’

উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১২ ঘণ্টা আগে

টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।

২১ ঘণ্টা আগে

এত মানুষের জীবন গেল, দেশের কী হলো— প্রশ্ন ন‍্যাপ মহাসচিবের

বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ. লীগের অর্ধশত নেতাকর্মী

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিরা হলেন, ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতাকর্মী।

১ দিন আগে