খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

রাজশাহী ব্যুরো

বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র—যিনি কখনো ম্লান হননি, কখনো নিভেও যাননি। আকাশে অনেক তারা জ্বলে আবার নিভে যায়, কিন্তু বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন।

আজ বুধবার বেলা ১১টায় রাজশাহী সাহেববাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এদেশে এসে জনগণের ভালোবাসা জয় করে ইতিহাস হয়ে গেছেন—তেমনি বেগম খালেদা জিয়াও মানুষের মনের মণিকোঠায় চিরকাল বেঁচে থাকবেন।

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

আবেগাপ্লুত কণ্ঠে মিনু বলেন, বেগম খালেদা জিয়া তাকে কখনো পুরো নাম ধরে ডাকতেন না, শুধু ‘মিজান’ বলেই ডাকতেন। কাদামাটি দিয়ে যেমন মূর্তি তৈরি করা হয়, ঠিক তেমনি রাজনৈতিকভাবে আমাকে গড়ে তুলেছিলেন তিনি। বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের জীবন্ত প্রতীক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত।

রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিনু বলেন, বেগম খালেদা জিয়া সব সময় বলতেন—দেশের জনগণই তার একমাত্র সম্পদ। দেশের মাটিতেই জন্ম, দেশের মাটিতেই মৃত্যু—এই বিশ্বাস তার দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত। ৩০ ডিসেম্বর তার প্রয়াণে দেশের ১৮ কোটি মানুষ শোকাহত হয়েছে, কাঁদছে সারা বিশ্ব।

তিনি আরও বলেন, রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সাহসী। অতীতের মতো ভবিষ্যতেও স্বৈরাচারের বিরুদ্ধে তারা বুকের বোতাম খুলে দাঁড়াবে। আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই বিএনপি বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যুবকদের উদ্দেশে মিনু বলেন, বিএনপি সবসময় তরুণদের দল। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির রাজনীতি ‘আমি’ নয়, ‘আমরা’র রাজনীতি—এটাই বেগম জিয়ার শিক্ষা।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সংসদ সদস্য প্রার্থীরাও বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দলের জন্য আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সদস্য দেবাশীষ রায় মধু।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন আলী, জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, কামরুজ্জামান হেনা, তানজিম তান টুটুল ও গোলাম মোস্তফা মামুন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন ও সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আ.লীগ কর্মীকে বিএনপিতে পুনর্বাসন: দুর্গাপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩

রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপিতে পুনর্বাসনের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

১ দিন আগে

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দীর্ঘ সময় কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক দিন পর গণভোটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

১ দিন আগে

নেত্রকোনায় জলমহাল দখল-চাঁদাবাজিতে অভিযুক্ত বিএনপির ‘ফাইভ স্টার গ্রুপ’

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতিসহ পাঁচ নেতার বিরুদ্ধে স্থানীয় বাজার ও জলমহাল দখল করে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এই পাঁচ নেতার গ্রুপটি স্থানীয়ভাবে ‘ফাইভ স্টার গ্রুপ’ বা ‘সুপার ফাইভ বাহিনী’ নামে পরিচিত।

১ দিন আগে

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

১ দিন আগে