
প্রতিবেদক, রাজনীতি ডটকম

টঙ্গী ব্রিজের কাছে তিতাস গ্যাসের শিল্প গ্রাহকের সার্ভিস লাইনে ভাল্ভ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উচ্চ চাপে গ্যাস লিকেজ দেখা দিয়েছে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে। এটি দুই সপ্তাহের মধ্যে তিতাসের পাইপলাইনে তৃতীয় দুর্ঘটনা।
তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।
এর ফলে গোটা উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ চলছে। কাজ শেষ হলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।
গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এর আগে গত ১০ জানুয়ারি দুপুরে মিরপুর রোডে গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে গেলে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে নতুন ভাল্ভ বসানোর পর ফের গ্যাস সরবরাহ চালু হয়।
এরও আগে গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়। এসব দুর্ঘটনার কারণে তিতাস গ্যাসের গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে মাসখানেক ধরে এলপি গ্যাসের সরবরাহে সংকট থাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। সব মিলিয়ে গ্যাস নিয়ে রাজধানীবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

টঙ্গী ব্রিজের কাছে তিতাস গ্যাসের শিল্প গ্রাহকের সার্ভিস লাইনে ভাল্ভ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উচ্চ চাপে গ্যাস লিকেজ দেখা দিয়েছে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে। এটি দুই সপ্তাহের মধ্যে তিতাসের পাইপলাইনে তৃতীয় দুর্ঘটনা।
তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।
এর ফলে গোটা উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ চলছে। কাজ শেষ হলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।
গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এর আগে গত ১০ জানুয়ারি দুপুরে মিরপুর রোডে গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে গেলে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে নতুন ভাল্ভ বসানোর পর ফের গ্যাস সরবরাহ চালু হয়।
এরও আগে গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়। এসব দুর্ঘটনার কারণে তিতাস গ্যাসের গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে মাসখানেক ধরে এলপি গ্যাসের সরবরাহে সংকট থাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। সব মিলিয়ে গ্যাস নিয়ে রাজধানীবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতিসহ পাঁচ নেতার বিরুদ্ধে স্থানীয় বাজার ও জলমহাল দখল করে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এই পাঁচ নেতার গ্রুপটি স্থানীয়ভাবে ‘ফাইভ স্টার গ্রুপ’ বা ‘সুপার ফাইভ বাহিনী’ নামে পরিচিত।
১২ ঘণ্টা আগে
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।
১৫ ঘণ্টা আগে
জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে