জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর বড়কুঠি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবর্তন, ক্লিন ও বিডব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের বাঁশখালী আন্দোলনে জীবন দেয়া মানুষদের স্মরণে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘আর নয় জীবাশ্ম জ্বালানি, পরিচ্ছন্ন ভবিষ্যতের অপেক্ষা’- এই বার্তা ধারণ করে কয়লা, এলএনজি ও অন্যান্য দূষণকারী শক্তির ব্যবহার বন্ধ করার এখনই সময়।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা শুধু পরিবেশগত ক্ষতিই করছে না, বরং অর্থনৈতিকভাবেও দেশকে চাপে ফেলছে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বিদ্যুতের দাম বাড়ছে, যার বোঝা সাধারণ মানুষের ঘাড়েই চাপছে। তারা বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য উৎসকে প্রাধান্য দিতে হবে।

এই কর্মসূচিতে পরিবর্তন পরিচালক রাশেদ রিপনসসহ পরিবেশবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

চিনিতে লাভ খুব দ্রত আসে না উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের চিনিকলগুলো ব্রিটিশ আমলের তৈরি। সারা দেশের যে চাহিদা তার ছোট অংশ আমরা দেশীয়ভাবে শোধ করতে পারি। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের সাথে সাথে আরও অন্য কিছু উৎপাদন করতে হবে।’

২১ ঘণ্টা আগে

খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি : মঈন খান

এসময় মঈন খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মধ্যে কোন হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই, যার কারণে দেশের সকল শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সব সময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামি দেশপ্রেমিক মানুষটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

২ দিন আগে

ভাঙ্গায় বাসচাপায় দুই নারীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

২ দিন আগে

ভোটের জন্য গেলে মায়েরা পকেটে টাকা গুঁজে দেয়: হাসনাত

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের আগামী নির্বাচন হবে হাসনাতের নির্বাচন। কোনো কর্মী লাগবে না, এজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো। এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুঁজে দেয়— এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

২ দিন আগে