আ.লীগ এখন সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে যাবে: নাহিদ

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০: ০৯
জুলাই পদযাত্রার দশম দিনে নড়াইলে পথসভা করে এনসিপি। ছবি: রাজনীতি ডটকম

জুলাই-আগস্ট আন্দোলনের এক দফা দাবি ‘স্বৈরাচারী সরকারের পতন’ বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনই মূল লক্ষ্যই ছিল আমাদের। ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ আজ বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ তীব্র ঘৃণায় স্বৈরাচারী সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এখন সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে যাবে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী পথসভার দশম দিন বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নড়াইল পুরান বাস টার্মিনাল চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা এনসিপির প্রধান সমন্বয়ক লেফেটেন্যান্ট কর্নেল (অব.) শাব্বির আহমেদ।

নাহিদ ইসলাম বলেন, গত বছরের জুলাই ছিল আন্দোলনের। আর এ বছরের জুলাই স্বৈরাচার সরকারের বিচার ও সংস্কারের। কয়েক শ শহিদের রক্ত আর হাজা হাজার আহত মানুষের ত্যাগে এ আন্দোলন সফল হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিতে পেরেছি আমরা।

জুলাই আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের বিচারের প্রত্যয় তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, বিবিসি শেখ হাসিনার গুমর ফাঁস করে দিয়েছে। তার নির্দেশে আওয়ামী লীগসহ পুলিশ দেশে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। যারা গণহত্যা করেছে, আমরা তাদের বিচার করব। এ বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ আর যেসব পুলিশ গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব।

বিচার ও সংস্কারের পর জাতীয় নির্বাচনের কথা তুলে ধরে নাহিদ বলেন, গণহত্যার বিচার ও সংস্কার হতে হবে। তারপরই নির্বাচন। বিচার দৃশ্যমান হতে হবে। এরপর নির্বাচনে যে সরকারই আসুক না কেন, এ বিচারে কেউ হাত দিতে পারবে না।

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে যারা গুম-খুন, নির্যাতন-অত্যাচার ও হামলা-মামলার শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এ সমাবেশে অংশ নেন।

পথসভায় জুলাই আন্দোলনের শহিদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই। শহিদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এ সরকার না, যে সরকারই ক্ষমতায় আসুক এটা করতে হবে।

এটি নিশ্চিত করার জন্যই জুলাই ঘোষণাপত্রের কথা বলা হয়েছে বলে জানান নাহিদ। বলেন, জুলাই ঘোষণাপত্রে শহিদদের কথা থাকবে। তাদের পরিবারের কথা থাকবে। সেটা সংবিধানে যুক্ত করা হবে। বাংলাদেশের কী কী সংস্কার লাগবে, সে কথা জুলাই ঘোষণাপত্রে থাকবে। আমরা এ দুটি দাবিতে সারা দেশে পদযাত্রা করছি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চল খুলনার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী, জাতীয় যুব শক্তির যুগ্ম সম্পাদক মাহামুদা সুলতানা রিমসহ অন্যরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোল স্থলবন্দরের স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয়

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) ফয়সাল আহসান সজীব, রেলওয়ে সহকারী নির্বাহী কর্মকর্তা মো. চাঁদ আহমেদ, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, বন্দর প্রকৌশলী আবুল খায়ের, রেলওয়ে পুলিশ উপ পরিদর্শক আম

২ দিন আগে

নেত্রকোনা সীমান্তে ২১ জনকে ‘পুশ ইন’

বিজিবি জানায়, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন।

২ দিন আগে

মুখ দিয়ে লিখে জিপিএ-৫ পেল লিতুন জিরা

হাত-পা ছাড়াই জন্ম হয়েছিল লিতুন জিরার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। মুখ দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সাহসী কিশোরী।

২ দিন আগে

মাদরাসা বোর্ডে দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

এদিকে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২২২ জন অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

২ দিন আগে