সন্তান কোলে নিয়ে পরীক্ষা, দেশসেরা বাগমারার শামীমা

রাজশাহী ব্যুরো

পরীক্ষার সময় যখন বেশিরভাগ শিক্ষার্থী বই আর কলম নিয়ে ব্যস্ত, তখন এক তরুণী কোলে এক মাসের নবজাতক সন্তান নিয়ে হাজির হলেন কেন্দ্রে। সেই সন্তান নিয়েই তিন ঘণ্টার পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে হয়েছেন প্রথম।

শামীমার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা গ্রামে। বাবা সাহাদুল ইসলাম ও মা হাজেরা বিবির প্রথম সন্তান তিনি। স্বামী আব্দুর রাজ্জাকের সংসার সামলেই তিনি চালিয়ে গেছেন পড়াশোনা।

শুধু এবারই নয়, শামীমার শিক্ষাজীবন জুড়েই ছড়িয়ে আছে সাফল্যের গল্প। বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, এরপর এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই তিনি উঠে এসেছেন জাতীয় মঞ্চে।

শিক্ষার্থী শামীমা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে দেশসেরা হয়েছেন। তিনি বিএসসি শাখা থেকে সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করেছেন। একদিকে মাতৃত্বের দায়িত্ব, অন্যদিকে কঠোর অধ্যবসায়—দুইয়ের মিলনেই গড়া শামীমার সাফল্যের গল্প এখন দেশজুড়ে অনুপ্রেরণার নতুন অধ্যায়। তাই বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে শামীমাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘শামীমা আক্তার ২০২২ সালের পরীক্ষায় অংশ নিয়ে সার্বিক ফলাফলে দেশের মধ্যে সেরা হয়েছেন। তার ফলাফলের বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছি।’

স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল দিয়ে দেশসেরা হওয়া বাগমারা উপজেলার শামীমা ম্যাজিস্ট্রেট হতে চান। তিনি বলেন, আমার পড়াশোনার পথে সবচেয়ে বড় শক্তি ছিল আমার ইচ্ছাশক্তি ও পরিবারে সহযোগিতা। এখন আমি ম্যাজিস্ট্রেট হতে চাই।

হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমা আমাদের গর্ব। তার এই অর্জন শুধু কলেজ নয়, গোটা বাগমারাকে গৌরবান্বিত করেছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের ৩ শ্রমিক নিহত

জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত ৬ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

১৩ ঘণ্টা আগে

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আহত যুবক হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে। ঘটনার পর সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

১৪ ঘণ্টা আগে

'গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য'

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

১৫ ঘণ্টা আগে

অস্ত্রোপচারের পরও গুলি রয়ে গেছে শিশু হুজাইফার মস্তিষ্কে

হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে বলেন, ‘ভোর চারটা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে; বের করা হলে ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

১৬ ঘণ্টা আগে