বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে: রুয়েট উপাচার্য

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭: ১৭

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, "দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে হলে জুলাই আন্দোলনের চেতনা ও উদ্দেশ্যকে ধারণ করতে হবে।"

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভার আগে সকালে রুয়েট প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য। পরে জুলাই আন্দোলনের আলোকচিত্র ও ২৪ জুলাই গণহত্যা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় উপাচার্য বলেন, “আন্দোলন হলেই বিজয় আসে না। ফরাসি বিপ্লবের নেতা নেপোলিয়ান বলেছিলেন— খারাপ মানুষের চেয়ে বেশি ক্ষতি করে যারা অন্যায় দেখে চুপ থাকে। আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি যেখানে দীর্ঘদিন ধরে কথা বলার স্বাধীনতা দমন করা হয়েছে। ছাত্র-জনতার নেতৃত্বশূন্য ক্ষোভকে সংগঠিত করেই আমরা এই বিজয় অর্জন করেছি।”

সভায় তিনি আরও বলেন, “যে চেতনায় এই আন্দোলন, তা শুধু সরকারের পরিবর্তন নয়— একটি ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ সমাজের জন্য। এই আন্দোলন আমাদের দেখিয়েছে, জনগণের ঐক্যই হচ্ছে পরিবর্তনের প্রধান শক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগের ঊর্ধ্বতন শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রয়েছে— কোরআন তেলাওয়াত, ‘জুলাই গল্প বলা’ শিরোনামে স্মৃতিচারণ এবং ২৪ জুলাইয়ের আহত যোদ্ধাদের শিক্ষা সহায়তা প্রদান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২৪ কিমি সড়কে ৩৭ পয়েন্টে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি

বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের অন্তত ৩৭টি পয়েন্টে ভূমিধস ও সড়ক দেবে গিয়ে যান চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সড়কটিকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হচ্ছেন।

২০ ঘণ্টা আগে

অটোরিকশাচালককে মারধর, বিএনপি নেতার পদ স্থগিত

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।

২০ ঘণ্টা আগে

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল থেকে ঢাকার মিটফোর্ডে এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গুপ্তচক্রের মাধ্যমে পরিকল্পিত মব তৈরির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।

২১ ঘণ্টা আগে

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

নান্দাইল চৌরাস্তার বিক্ষোভ মিছিলটি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেশকিছু অংশ প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির কাছে এসে শেষ হয়। অন্যদিকে মুশুলি ইউনিয়নের বিক্ষোভ মিছিলটি একই মহাসড়কের মুশুলি বাজার হয়ে তারেরঘাট বাজারে শেষ হয়। উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারেও

১ দিন আগে