top ad image
top ad image
home iconarrow iconমাঠের রাজনীতি

জামায়াতের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন বিডিপি চেয়ারম্যান

জামায়াতের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন বিডিপি চেয়ারম্যান
আ্যাডভোকেট একেএম আনোয়রুল ইসলাম। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ধরে নিয়ে ময়মনসিংহ ৯ (নান্দাইল) সংসদীয় আসনে নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আ্যাডভোকেট একেএম আনোয়রুল ইসলাম চান।

গতকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তাকে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থন দিয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

প্রার্থিতা ঘোষণার পর আজ মঙ্গলবার বিকাল থেকে তিনি শহরের বিভিন্ন মহল্লায় নিবাচনী গণসংযোগ শুরু করেছেন। বিডিপি চেয়ারম্যান আ্যাডভোকেট একে এম আনোয়রুল ইসলামের হোয়াটঅ্যাপ গ্রুপে গণসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

একেএম আনোয়রুল ইসলাম জানান, তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতি শুরু করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জড়িত ছিলেন।

২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদ মহানগরের বিএনপির সভাপতি ছিলেন।

২০১৮ সালে দেশে ফিরে তিনি সমমনাদের সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক ধারা তৈরি করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের বিরোধিতায় সক্রিয় থাকেন।

২০২২ সালের পয়লা মার্চ এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। দল গঠনের প্রক্রিয়া শেষে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় একাধিক দল নিবন্ধন পেলেও বিডিপিকে নিবন্ধন দেওয়া হয়নি। তবে চলতি বছরের ২ ফেব্রæয়ারি নির্বাচন কমিশন বিডিপিকে নিবন্ধন সনদ প্রদান করে। এরপর থেকে দলটির কার্যক্রম আরও গতিশীল হয়। বিডিপির নির্বাচনি প্রতীক হচ্ছে ফুলকপি।

ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো. আবদুল করিম বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে ময়মনসিংহ ৯ নান্দাইল সংসদীয় আসনে বিডিপি চেয়ারম্যান আ্যাডভোকেট আনোয়রুল ইসলামকে সমর্থন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থিতা ঘোষণার পর প্রশংসা সূচক মন্তব্য লিখছেন অনেকেই। একেএম আনোয়ারুল ইসলাম তার অনুসারীদের নিয়ে আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে নান্দাইল পৌরশহরের গণসংযোগ শুরু করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একেএম আনোয়ারুল ইসলাম চান নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম এএফএম ইছহাকের চতুর্থ সন্তান। এলাকার লোকজন তাঁদের পরিবারটিকে বিএনপি ঘরানার রাজনীতির সাথে জড়িত বলে মনে করেন। তবে একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান হওয়ায় তাঁর প্রচারণায় একটি ভিন্নমাত্রা পাচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন।

r1 ad
top ad image