হয়নি সংযোগ সড়ক, ২৫ বছর ধরে পড়ে আছে সেতু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সংযোগ সড়কের অভাবে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে পুতলাকান্দা সেতু। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের বলদা বিলের পাড়ের দাতারাটিয়া গ্রামে বৃহস্পতিবার তোলা। ছবি: রাজনীতি ডটকম

সেতু নির্মাণের পর পেরিয়ে গেছে ২৫ বছর। কিন্তু দুপাশে আর নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুটিও কোনো ধরনের উপযোগিতায় আসেনি। মূল্যবান পাকা সেতুটি লোকচক্ষুর আড়ালে পড়ে রয়েছে।

সেতুটির অবস্থান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের বলদা বিলের পাড়ের দাতারাটিয়া গ্রামে। সম্প্রতি বলদা বিলের মাঝখানে পুকুর খননের অভিযোগ সরেজমিনে খোঁজ নিতে গেলে দেখা মেলে নিঃসঙ্গ সেতুটির। ২০০১ সালে নির্মিত এই সেতু সম্পর্কে কোনো তথ্য এলজিইডির স্থানীয় কার্যালয়ে পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের নান্দাইল-ও ঈশ্বরগঞ্জ উপজেলার খালবলা বাজারগামী পাকা সড়কে ডিমের ঘাট নামে একটি জায়গা রয়েছে। ডিমের ঘাট থেকে আরেকটি একটি সড়ক কাটলীপাড়া গ্রামের ভেতর দিয়ে বলদা বিলের পাশে দাতারাটিয়ার পুতলাকান্দা গ্রামে প্রবেশ করেছে। সেই সড়কের একটি খালের ওপর পাকা সেতুটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, সড়কটির গুরুত্ব বিবেচনা করে ২০০১ সালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খালের ওপর ৩৭ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের পাকা সেতুটি নির্মাণ করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজেই আসছে না।

স্থানীয়রাও জানালেন, ২৫ বছর ধরেই অব্যবহৃত পড়ে রয়েছে সেতুটি। এর পাটাতন সমতল অনেক ওপরে। সড়ক না থাকায় স্থানীয় লোকজনের পক্ষে পাটাতনে উঠে সেতুটি পারাপার সম্ভব হয় না।

কাটলীপাড়া গ্রামের মো. সেকান্দর আলী বলেন, সেতুর দুই পাশে সড়ক না থাকায় এদিক দিয়ে লোকজন যাতায়াত করে না। অনেক সময় অন্য এলাকার ফেরিওয়ালারা ভুল করে এ রাস্তায় চলে আসে। স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে সেতুটি পার দেয়।

দাতারাটিয়া গ্রামের মো. সদুত মিয়া বলেন, সেতুর দক্ষিণ পাশে সরকারি রেকর্ডের সড়ক রয়েছে। সেতুটি নির্মাণের সময় সেই রেকর্ডভুক্ত সড়কটি প্রশস্ত করে দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের কথা ছিল। কিন্তু জমির মালিকরা মাটি না দেওয়ায় সড়কটি আর নির্মাণ করা হয়নি। ফলে ২৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুটি নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গত বৃহস্পতিবার (১৬ মে) নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, ‘সেতুটির নির্মাণ অনেক আগে। স্থানীয় কার্যালয়ে এর নথিপত্র নেই। হয়তো জেলা কার্যালয়ে থাকতে পারে। নথিপত্র না দেখে সেতুটি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’

সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়ে সেতুটি দেখার জন্য ঘটনাস্থলে যাবেন বলে জানান প্রকৌশলী আবদুল মালেক বিশ্বাস।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

৯ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

১০ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১১ ঘণ্টা আগে

নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়ায় বাস--অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

১২ ঘণ্টা আগে