হয়নি সংযোগ সড়ক, ২৫ বছর ধরে পড়ে আছে সেতু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সংযোগ সড়কের অভাবে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে পুতলাকান্দা সেতু। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের বলদা বিলের পাড়ের দাতারাটিয়া গ্রামে বৃহস্পতিবার তোলা। ছবি: রাজনীতি ডটকম

সেতু নির্মাণের পর পেরিয়ে গেছে ২৫ বছর। কিন্তু দুপাশে আর নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুটিও কোনো ধরনের উপযোগিতায় আসেনি। মূল্যবান পাকা সেতুটি লোকচক্ষুর আড়ালে পড়ে রয়েছে।

সেতুটির অবস্থান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের বলদা বিলের পাড়ের দাতারাটিয়া গ্রামে। সম্প্রতি বলদা বিলের মাঝখানে পুকুর খননের অভিযোগ সরেজমিনে খোঁজ নিতে গেলে দেখা মেলে নিঃসঙ্গ সেতুটির। ২০০১ সালে নির্মিত এই সেতু সম্পর্কে কোনো তথ্য এলজিইডির স্থানীয় কার্যালয়ে পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের নান্দাইল-ও ঈশ্বরগঞ্জ উপজেলার খালবলা বাজারগামী পাকা সড়কে ডিমের ঘাট নামে একটি জায়গা রয়েছে। ডিমের ঘাট থেকে আরেকটি একটি সড়ক কাটলীপাড়া গ্রামের ভেতর দিয়ে বলদা বিলের পাশে দাতারাটিয়ার পুতলাকান্দা গ্রামে প্রবেশ করেছে। সেই সড়কের একটি খালের ওপর পাকা সেতুটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, সড়কটির গুরুত্ব বিবেচনা করে ২০০১ সালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খালের ওপর ৩৭ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের পাকা সেতুটি নির্মাণ করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজেই আসছে না।

স্থানীয়রাও জানালেন, ২৫ বছর ধরেই অব্যবহৃত পড়ে রয়েছে সেতুটি। এর পাটাতন সমতল অনেক ওপরে। সড়ক না থাকায় স্থানীয় লোকজনের পক্ষে পাটাতনে উঠে সেতুটি পারাপার সম্ভব হয় না।

কাটলীপাড়া গ্রামের মো. সেকান্দর আলী বলেন, সেতুর দুই পাশে সড়ক না থাকায় এদিক দিয়ে লোকজন যাতায়াত করে না। অনেক সময় অন্য এলাকার ফেরিওয়ালারা ভুল করে এ রাস্তায় চলে আসে। স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে সেতুটি পার দেয়।

দাতারাটিয়া গ্রামের মো. সদুত মিয়া বলেন, সেতুর দক্ষিণ পাশে সরকারি রেকর্ডের সড়ক রয়েছে। সেতুটি নির্মাণের সময় সেই রেকর্ডভুক্ত সড়কটি প্রশস্ত করে দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের কথা ছিল। কিন্তু জমির মালিকরা মাটি না দেওয়ায় সড়কটি আর নির্মাণ করা হয়নি। ফলে ২৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুটি নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গত বৃহস্পতিবার (১৬ মে) নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, ‘সেতুটির নির্মাণ অনেক আগে। স্থানীয় কার্যালয়ে এর নথিপত্র নেই। হয়তো জেলা কার্যালয়ে থাকতে পারে। নথিপত্র না দেখে সেতুটি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’

সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়ে সেতুটি দেখার জন্য ঘটনাস্থলে যাবেন বলে জানান প্রকৌশলী আবদুল মালেক বিশ্বাস।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপের কামড়ে প্রাণ গেল ইজিবাইকের চালকের

১ দিন আগে

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

১ দিন আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে