ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় টুটুল মিয়া ও শিহাব উদ্দিন নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে জেলা পৌর শহরের মাদরাসা রোডের পপুলার প্রেসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টুটুলের পায়ে ২০–২৫টি রাবার বুলেট এবং শিহাব উদ্দিনের হাত-পায়ে কয়েকটি ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে হাসপাতালের চিকিৎসকরা দুজনই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

এলাকাবাসীরা জানায়, শহরের মাদরাসা রোডের পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন টুটুল মিয়া। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার ডান পায়ে একাধিক রাবার বুলেট লাগে। পাশে থাকা শিহাব উদ্দিনও গুলিবিদ্ধ হন।

আহত টুটুল মিয়া অভিযোগ করে বলেন, স্থানীয় শাকিল নামে একজন তাকে সরাসরি গুলি করে। বিভিন্ন সময়ে শাকিলের অপকর্মের প্রতিবাদ করায় এই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

আহত শিহাব উদ্দিন জানান, তিনি টুটুলের পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। হঠাৎ গুলিবর্ষণের পর তার হাত-পায়ে গুলি লাগে। এরপর পরিস্থিতি বুঝতে এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে গুলি করতে উদ্যত হয় হামলাকারী।

এদিকে অভিযুক্ত শাকিল নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, চোরাচালান পণ্য নিয়ে তাদের নিজেদের মধ্যেই গোলাগুলি হয়েছে, তিনি এর সঙ্গে জড়িত নন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ই আবেদীন সিফাত বলেন, একজনের পায়ে ২০–২৫টির মতো রাবার বুলেট রয়েছে। দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই শঙ্কামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাউল আবুল সরকারের মুক্তি দাবি, খুলনার সমাবেশে হামলা

একপর্যায়ে তারা বাউল আবুল সরকারের পক্ষের লোকদের প্রতিহতের ঘোষণা দেয়। তারা তাদের ধাওয়া করে ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১৩ ঘণ্টা আগে

টেকনাফে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, যা টেকনাফ শহর থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।

১৪ ঘণ্টা আগে

নেত্রকোনায় বৃদ্ধাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, মোবারকপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান (৬৫) দীর্ঘদিন ধরে মস্তু মিয়ার জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। ঘটনার দিন সকালে হাবিবুর রহমান ওই জমিতে কাজ করতে যান। এ সময় ছাত্রদল নেতা টিটু ভূইয়া ও তার ভাই মিটু ভূইয়া সেখানে গিয়ে কাজ করতে নিষেধ করেন। তারা অভিযোগ করেন, হাবি

১ দিন আগে

কিশোরগঞ্জে জাল ভিসার খপ্পরে নিঃস্ব ৫ পরিবার

করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের দালাল হেলাল উদ্দিন সাধির তাদের দেখিয়েছিলেন কুয়েতের ওয়েল কোম্পানিতে চাকরির স্বপ্ন। তার কথায় বিশ্বাস করে শরীফ মিয়া (৪৩), মোশাররফ হোসেন (৪৪), বাবলু মিয়া (৪০), লুসা মিয়া (৩৫) ও সানাউল করিম (৩১) একে একে তুলে দেন সাড়ে ৩২ লাখ টাকা। হেলাল তাদের কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ

১ দিন আগে