ওসির অপসারণ দাবিতে পটিয়া থানা অবরোধ বৈষম্যবিরোধীদের

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৩: ৩৪
বুধবার পটিয়া থানা অবরোধ করেন বৈষম্যবিরোধীরা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরের অপসারণ দাবিতে চট্টগ্রামের পটিয়া থানা অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে পুলিশের সঙ্গে সংঘাতের জের ধরে তারা সকাল থেকে থানা অবরোধ করেন। থানার সামনে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীদেরও সেখানে দেখা গেছে। তারা ‘ওসি তুই স্বৈরাচার, এ মুহূর্তে পটিয়া ছাড়’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’— এমন নানা স্লোগান দিচ্ছেন তারা।

বিক্ষোভে যোগ দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি বলেন, আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হলেও তার অনেক সহযোগী এখনো রয়ে গেছে। পটিয়া থানার ওসি স্বৈরাচারের দোসর। তার নেতৃত্বে আমাদের ছাত্র ভাইদের হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এই ওসিকে অপসারণ না করা পর্যন্ত আমরা থানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মঙ্গলবার রাতে একটা ঘটনা ঘটেছে। এটা নিয়ে কিছু নেতাকর্মী পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছেন। তাদের আলোচনায় আসতে বলা হয়েছে। আশা করি, অপ্রীতিকর কিছু হবে না।

এর আগে, মঙ্গলবার রাতে পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা উল্লেখ করে একজনকে মারধর করতে করতে থানায় ঢোকার সময় পুলিশ বাধা দেয়। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে আটক করে পুলিশের কাছে দেওয়া হলেও পুলিশ তাকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। উলটো তাদের ওপর হামলা শুরু করে। এতে তাদের কয়েকজন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২ বছর ধরে মা-মেয়ের সরকারি চাল মেরে খেয়েছেন ওয়ার্ড আ.লীগ সভাপতি

স্থানীয়রা জানান, মেম্বার লিয়াকত আলী সামটা গ্রামের গোলাম হোসেন গোপালের স্ত্রী সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহারের নামে গত দুই বছর আগে ভিজিডি কার্ড করে নিজের কাছে রেখে দেন। ওই কার্ড দেখিয়ে লিয়াকত প্রতিমাসে ৬০ বস্তা চাল আত্মসাৎ করে আসছিলেন, যা কারও জানা ছিল না। গত ছয় মাস ধরে এ চাল বিতরণ বন্ধ রয়েছে।

১১ ঘণ্টা আগে

বেনাপোলের মাদরাসাছাত্র তামিম নিখোঁজ, সন্ধান মেলেনি ২ সপ্তাহেও

আব্দুর রহমান জানান, গত ১৯ জুন রাত ৮টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফেরেনি তামিম। এ নিয়ে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

১৯ ঘণ্টা আগে

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতার পদত্যাগ

রাশেদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি সবসময় আমার শ্রম, মেধা, অর্থ, ধৈর্য ও সময় ব্যয় করে সংগঠনকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। কতটা পেরেছি, সেটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের। তবে আমি যদি নিজেকে মূল্যায়ন করি, বলব— আরও ভালো কিছু হ

১ দিন আগে

২৩ বছর পর সম্মেলন, পটুয়াখালী বিএনপির নেতৃত্বে আসেছেন কারা?

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আজকের এ সম্মেলনে জেলার আট উপজেলা, পাঁচ পৌর ও আহ্বায়ক ইউনিটসহ মোট ১৪টি ইউনিটের প্রায় দেড় হাজার কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন।

১ দিন আগে