ওসির অপসারণ দাবিতে পটিয়া থানা অবরোধ বৈষম্যবিরোধীদের

চট্টগ্রাম ব্যুরো
বুধবার পটিয়া থানা অবরোধ করেন বৈষম্যবিরোধীরা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরের অপসারণ দাবিতে চট্টগ্রামের পটিয়া থানা অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে পুলিশের সঙ্গে সংঘাতের জের ধরে তারা সকাল থেকে থানা অবরোধ করেন। থানার সামনে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীদেরও সেখানে দেখা গেছে। তারা ‘ওসি তুই স্বৈরাচার, এ মুহূর্তে পটিয়া ছাড়’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’— এমন নানা স্লোগান দিচ্ছেন তারা।

বিক্ষোভে যোগ দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি বলেন, আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হলেও তার অনেক সহযোগী এখনো রয়ে গেছে। পটিয়া থানার ওসি স্বৈরাচারের দোসর। তার নেতৃত্বে আমাদের ছাত্র ভাইদের হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এই ওসিকে অপসারণ না করা পর্যন্ত আমরা থানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মঙ্গলবার রাতে একটা ঘটনা ঘটেছে। এটা নিয়ে কিছু নেতাকর্মী পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছেন। তাদের আলোচনায় আসতে বলা হয়েছে। আশা করি, অপ্রীতিকর কিছু হবে না।

এর আগে, মঙ্গলবার রাতে পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা উল্লেখ করে একজনকে মারধর করতে করতে থানায় ঢোকার সময় পুলিশ বাধা দেয়। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে আটক করে পুলিশের কাছে দেওয়া হলেও পুলিশ তাকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। উলটো তাদের ওপর হামলা শুরু করে। এতে তাদের কয়েকজন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

১ দিন আগে

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে