চট্টগ্রাম
টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দেবে গেছে কালভার্টসহ সড়ক

অব্যাহত প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকার বেশির ভাগ অংশই পানিতে তলিয়ে গেছে। সড়ক ছাপিয়ে পানি উঠে গেছে দোকানপাট-ঘরবাড়িতে। নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা এলাকায় শীতলঝরনা খালের ওপর একটি সেতুসহ সড়কের একাংশ ভেঙে পড়েছে।

৫ দিন আগে