চট্টগ্রামে নলকূপের গর্তে শিশু, অচেতন অবস্থায় উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাউজানে টিউবওয়েলের গর্তে পড়া শিশুটিকে বুধবার রাত ৮টার দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারের সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল। তার শারীরিক অবস্থা কেমন, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে তাকে উদ্ধার করার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মিসবাহ। তার বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। সে কদলপুর ইউনিয়নের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা গর্তের মধ্যে প্রায় ৩০ ফুট গভীরে শিশুটিকে শনাক্ত করতে সক্ষম হই। পরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, একটি সরকারি প্রকল্পের জন্য গর্তটি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা গেছে। পরে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

আজ বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীনের সই করা এক নোটিশে জামায়াতের এই প্রার্থীকে শোকজ করা হয়।

৬ ঘণ্টা আগে

মিরসরাইয়ে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিএনজিটি যাত্রী ওঠানামার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে থাকা এক পথচারীও আহত হন। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

৯ ঘণ্টা আগে

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪

সাভারের ইসলামনগর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ওই ভবনের দোতলায় এই দুর্ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

রাজশাহীতে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

তরুণদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেই লক্ষ্যে বুধবার সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিত

১০ ঘণ্টা আগে