পটুয়াখালী মেডিকেল কলেজ: ৩ দফা দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকদের আল্টিমেটাম

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৯: ৩১

তিন দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে শান্তিপূর্ণ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে পটুয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। তারা ক্লাস ও চিকিৎসাসেবা থেকে বিরত থেকে একাডেমিক শাটডাউনের মাধ্যমে মানববন্ধনে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা, ১৪ এপ্রিলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে দোষীদের শাস্তি দেওয়া এবং ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল দ্রুত চালু করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার তিনটি দাবি তুলে ধরে ধরেন।

তাদের দাবি তুলে বক্তব্য রাখেন ইন্টার্ন চিকিৎসক সবুর সুমন, সুমাইয়া সাইমা শর্মী, স্বর্ণা মজুমদার প্রমুখ।

তারা বলেন, দীর্ঘদিন ধরেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তদন্ত কমিটি গঠন হলেও এখনো রিপোর্ট প্রকাশ হয়নি, অথচ একজন শিক্ষককে আগেই ওএসডি করা হয়েছে, যা ন্যায্য নয়।

তারা আরো বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও ৫০০ শয্যার হাসপাতাল চালু ও জনবল নিয়োগের বাস্তব উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাদের তিনদফা দাবি বাস্তবায়নে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে হাসপাতালের আউটডোর বন্ধ এবং ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি আরও কঠোর করা হবে।

পরে আন্দোলনকারীরা পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন।

পটুয়াখালী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এ এফ এম আতিকুর রহমান আন্দোলনকারীদের কাছে থেকে স্বারকলিপি গ্রহন করেন। এ সময় তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। ইতোমধ্যে ৫০০ শয্যার হাসপাতালের কাজ শেষ হয়েছে, আগামী জুলাই মাসে এটি চালু করা হবে। জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক গত ১৪ এপ্রিল দুপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। ওই দিন বিকেলে আশিক পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠিরা বিক্ষোভে ফেটে পরে। আশিকের মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসন, সেনাবাহিনীর ও পুলিশ সদস্যরা হাসপাতালে এসে পরিস্থিতি শান্ত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবারের সকল পরীক্ষা এবং ক্লাস স্থাগিত করেছে।

এ ঘটনায় রাতেই পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন পটুয়াখালীর সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়াকে। আহ্বায়ক করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

আশিকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে ১৬ এপ্রিল পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কাডির্ওলোজি) এ,এস, এম শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ ঘটনার পর থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নাসিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নামে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ আমরা থামব না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাবে না। কারণ আমরা যে হাদিকে হারিয়েছি, সেই হাদির আর ৫৫ বছরে জন্ম হবে না।

৮ ঘণ্টা আগে

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ কার্যালয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তূপ সরিয়ে নিতে।

১২ ঘণ্টা আগে

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, নওফেলের বাড়িতে আগুন

রাত সাড়ে ১০টার দিকে খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ২০-৩০ জন জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। আগে থেকেই সেখানে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থাকায় বিক্ষোভকারীরা হাইকমিশনের মূল ফটকের অদূরে ঝাউতলা সড়কের মুখে অবস্থান নেন। রাত ১১টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে স্ল

১৮ ঘণ্টা আগে

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার পর গাছে বেঁধে আগুন

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বিবিসি বাংলাকে বলেন, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে।

২০ ঘণ্টা আগে