রাবিতে দ্রুত রাকসু নির্বাচনের দাবি গণতান্ত্রিক ছাত্রজোটের

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন দ্রুত আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছয় ছাত্র সংগঠনের এই মোর্চা।

ঘোষিত দাবিগুলো হলো- দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে; নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে এবং সিট বরাদ্দে স্বচ্ছতা আনতে হবে; হল প্রাধ্যক্ষের স্বাক্ষরের জন্য নির্ধারিত ৫০ টাকার ফি বাতিলসহ ডাইনিংয়ে বরাদ্দ বাড়াতে হবে; ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু করতে হবে।

লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’

তিনি জানান, দাবিগুলোর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী সাত দিন ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলবে। অন্য ছাত্র সংগঠনগুলোকেও এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়ন (একাংশ), বিপ্লবী ছাত্রযুব আন্দোলন ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতারাও উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার গভীর রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র‌্যাব-৫–এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

২১ ঘণ্টা আগে

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের বাঘেরবাজারে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১ দিন আগে

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তের আগুন

আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের অংশবিশেষ পুড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, দ্রুত আগুন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগুলোতে পেট্রলজাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল।

১ দিন আগে

কাজে আসছে না অর্ধ কোটি টাকায় নির্মিত ৭ যাত্রী ছাউনি

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মাস আগে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নান্দাইল চৌরাস্তায় তিনটি, জামতলা বাজার, মুশুলী, নান্দাইল সদর ও কানুরামপুর এলাকায় একটি মোট সাতটি যাত্রী ছাউনি নির্মাণ করে।

১ দিন আগে