রাবিতে দ্রুত রাকসু নির্বাচনের দাবি গণতান্ত্রিক ছাত্রজোটের

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন দ্রুত আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছয় ছাত্র সংগঠনের এই মোর্চা।

ঘোষিত দাবিগুলো হলো- দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে; নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে এবং সিট বরাদ্দে স্বচ্ছতা আনতে হবে; হল প্রাধ্যক্ষের স্বাক্ষরের জন্য নির্ধারিত ৫০ টাকার ফি বাতিলসহ ডাইনিংয়ে বরাদ্দ বাড়াতে হবে; ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু করতে হবে।

লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’

তিনি জানান, দাবিগুলোর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী সাত দিন ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলবে। অন্য ছাত্র সংগঠনগুলোকেও এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়ন (একাংশ), বিপ্লবী ছাত্রযুব আন্দোলন ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতারাও উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাতে হলে দেরিতে ফেরায় ৯১ ছাত্রীকে তলব, সমালোচনায় পিছু হটল কর্তৃপক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ আবাসিক হলে রাত ১১টার পর প্রবেশ করায় ৯১ ছাত্রীকে তলব করেছিল হল প্রশাসন। তবে ব্যাপক সমালোচনার পর বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় এবার প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারাও এবার ভোট দিতে পারবেন। পাশাপাশি মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর)

১৭ ঘণ্টা আগে

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত— অভিযোগ ছাত্রদল নেতার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তাঁর দাবি, নির্বাচন ঘোলাটে করা ও পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে জামায়াত পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।

১৭ ঘণ্টা আগে

সেনাবাহিনী-পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তরা ইপিজেডের শ্রমিক নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ভেতরে ঢুকতে না পারলে ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেন। এতে নীলফামারী-সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হাবিবুর গুলিবিদ্ধ হয়ে তৎক্ষণাৎ মারা যান।

২০ ঘণ্টা আগে