রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন দ্রুত আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছয় ছাত্র সংগঠনের এই মোর্চা।
ঘোষিত দাবিগুলো হলো- দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে; নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে এবং সিট বরাদ্দে স্বচ্ছতা আনতে হবে; হল প্রাধ্যক্ষের স্বাক্ষরের জন্য নির্ধারিত ৫০ টাকার ফি বাতিলসহ ডাইনিংয়ে বরাদ্দ বাড়াতে হবে; ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু করতে হবে।
লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’
তিনি জানান, দাবিগুলোর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী সাত দিন ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলবে। অন্য ছাত্র সংগঠনগুলোকেও এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়ন (একাংশ), বিপ্লবী ছাত্রযুব আন্দোলন ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতারাও উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন দ্রুত আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছয় ছাত্র সংগঠনের এই মোর্চা।
ঘোষিত দাবিগুলো হলো- দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে; নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে এবং সিট বরাদ্দে স্বচ্ছতা আনতে হবে; হল প্রাধ্যক্ষের স্বাক্ষরের জন্য নির্ধারিত ৫০ টাকার ফি বাতিলসহ ডাইনিংয়ে বরাদ্দ বাড়াতে হবে; ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু করতে হবে।
লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’
তিনি জানান, দাবিগুলোর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী সাত দিন ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলবে। অন্য ছাত্র সংগঠনগুলোকেও এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়ন (একাংশ), বিপ্লবী ছাত্রযুব আন্দোলন ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) ফয়সাল আহসান সজীব, রেলওয়ে সহকারী নির্বাহী কর্মকর্তা মো. চাঁদ আহমেদ, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, বন্দর প্রকৌশলী আবুল খায়ের, রেলওয়ে পুলিশ উপ পরিদর্শক আম
২ দিন আগেনাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনই মূল লক্ষ্যই ছিল আমাদের। ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ আজ বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ তীব্র ঘৃণায় স্বৈরাচারী সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এখন সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে যাবে।
২ দিন আগেবিজিবি জানায়, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন।
২ দিন আগেহাত-পা ছাড়াই জন্ম হয়েছিল লিতুন জিরার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। মুখ দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সাহসী কিশোরী।
২ দিন আগে